
আজ শনিবার (১৮ এপ্লি) সকালে মরদেহ উদ্ধার করা হয়।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) টুটুল উদ্দিন বলেন, ‘সাত বছর আগে মানিকগঞ্জ সদর উপজেলার চরমকিমপুর গ্রামের নেন্দু মিয়ার মেয়ে রুপালিকে বিয়ে করেন শরীফ হোসেন। সম্প্রতি তাদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। শরীফ রুপালিকে মারধরও করেছেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে মনে হয়েছে, পারিবারিক কলহের কারণে রুপালি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিহত রুপালি আক্তারের স্বামী শরীফ হোসেন রাজমিস্ত্রির কাজ করেন। স্ত্রীকে মারধরের অভিযোগ অস্বীকার করে শরীফ হোসেন জানান, সাংসারিক নানা বিষয় নিয়ে মাঝে মাঝে তাদের বাক-বিতণ্ডা হতো। এ নিয়ে তার স্ত্রী আত্মহত্যা করতে পারেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



