সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জের সাটুরিয়ায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পযার্য়) শীর্ষক প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী সাটুরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
মানিকগঞ্জ জেলা তথ্য অফিস কর্তৃক আয়োজিত উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবদুল মজিদ ফটো। কর্মশালায় ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন সাটুরিয়া উপজেলা নিবাহী কমকর্তা আশরাফুল আলম।
অনুষ্ঠানে ফুকুরহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফাজ উদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূর হোসেন।
এ সময় অন্যানের মধ্যে উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কমকর্তা এলিসা আশরাফসহ স্থানীয় জনপ্রতিনিধিরা বক্তব্য দেন।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সরকারি কমকর্তা, সাংবাদিক, এনজিও কর্ম, কমিউনিটি লিডার, ধর্ম গুরু, শিক্ষক সহ মোট ৪০ জন উপস্থিত ছিলেন।
বক্তারা করোনা ভাইরাস সংক্রমণ রোধ, জীবন তথ্য ও KHHP, নারী ও শিশু প্রতি সহিংসতা প্রতিরোধ, শিশুকে মাতৃ দুগ্ধদান, শিশুর যথাযথ বিকাশ, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, জন্ম নিবন্ধন, শিশু ও নারীর ক্ষমতায়ন, নারীর সামাজিক নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা ও দুযোগকালীন নারী ও শিশুর সচেতনতা, জেন্ডার সমতা, নিরাপদ মাতৃত্ব, বাল্যবিবাহ, ইইভটিজিং, মাদক ও জংগীবাদ প্রতিরোধ, পরিস্কার পরিচ্ছন্নতা, নিরাপদ সড়ক ইত্যাদি বিষয়ে বক্তব্য রাখেন।
উল্লেখ্য প্রাণঘাতি করোনা ভাইরাস সংক্রমণ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানিকগঞ্জ জেলার ০৭ উপজেলার সকল ইউনিয়নে প্রতিদিন ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে মানিকগঞ্জ জেলা তথ্য অফিস। একই সাথে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পিভিসি ব্যানার ও ফেস্টুন কার্যক্রম চলমান রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



