জুমবাংলা ডেস্ক : মানিকগঞ্জে নতুন করে আরো দুইজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার বিকেলে সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ ওই দুই নারীর করোনার বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ১০ জন।
শিবালয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ রেজাউল হক বলেন, শিবালয়ের ওই নারীর (২৯) স্বামী ঢাকায় বিআরটিএ কার্যালয়ে চাকরি করেন। স্বামী ও এক শিশুসন্তান নিয়ে তিনি (নারী) ঢাকার গেন্ডারিয়া এলাকায় থাকতেন।
সর্দি, জ্বর হলে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তিনি স্বামী ও সন্তানকে নিয়ে শিবালয়ে বাবার বাড়িতে আসেন। ওই দিনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ওই নারী, তাঁর স্বামী ও সন্তানের নমুনা সংগ্রহ করে করে ঢাকার মহাখালীতে জনস্বাস্থ্য ইনস্টিটিউটে পাঠানো হয়।
মঙ্গলবার নমুনা পরীক্ষায় নারীর দেহে করোনা পজিটিভ পাওয়া যায়। তবে তাঁর স্বামী ও সন্তানের করোনার ফলাফল নেগেটিভ আসে। বর্তমানে ওই নারীর করোনার উপসর্গ নেই। তিনি সুস্থ আছেন। তাঁকে বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হবে বলে জানান তিনি।
এদিকে, মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান জানান, পৌর এলাকার অপর নারীর (৩০) আগে থেকেই শ্বাসকষ্ট ছিল। কয়েক দিন আগে তাঁর শ্বাসকষ্ট বেড়ে গেলে রোববার জেলা হাসপাতাল থেকে তাঁর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়।
মঙ্গলবার দুপুরে আইইডিসিআর থেকে পাঠানো নমুনা পরীক্ষার ফলাফলে তাঁর করোনা ভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া যায় । ওই নারীর পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পরীক্ষাগারে পাঠানো হবে বলে জানান তিনি।
জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ জানান, মানিকগঞ্জে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ১০জন। তবে এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
এদিকে করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে মানিকগঞ্জ গত রোববার সন্ধ্যা থেকে লকডাউন চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।