মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডে থানা পুলিশের বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার (০১ জুলাই) দুপুরে পৌরসভার ৬ নং ওয়ার্ডের দুধবাজার এলাকা থেকে পশ্চিম দাশড়া এলাকা পর্যন্ত বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে বিট পুলিশিং কার্যক্রম শুরু করেন পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর শায়েখ শিবলী ও সদর থানার এসআই মোঃ টুটুল উদ্দিন।
এ সময় বিট পুলিশিংয়ের গুরুত্ব ও বিভিন্ন সুফল সাধারণ মানুষের মাঝে তুলে ধরা হয়।
এসআই মোঃ টুটুল উদ্দিন জানান, মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামীমের প্রত্যক্ষ দিকনির্দেশনা ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহার সার্বিক সহযোগিতায় পৌরসভার ৬ নং ওয়ার্ডে বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ জনগণের বন্ধু। পুলিশ সার্ভিস বন্ধু হিসেবে জনগণের পাশে থাকবে। আপনাদের অভিযোগ বিট পুলিশিং অফিসে এসে জানাবেন। পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে।
পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর শায়েখ শিবলী বলেন, বিট পুলিশিং কার্যক্রম শুরু হওয়ায় সাধারণ জনগণ খুব সহজেই পুলিশি সেবা পাবে। গ্রাম্য আদালত পরিচালনা করার ক্ষেত্রে অনেক জটিলতা থাকে, কিন্তু বিট পুলিশিং কার্যক্রম থাকার ফলে সেসব জটিলতা খুব সহজেই নিরসন হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


