জুমবাংলা ডেস্ক : মানিকগঞ্জে বজ্রপাতে শাহীন নামে এক কলেজছাত্রসহ দুইজনের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে ঘিওর ও দৌলতপুর উপজেলায় এসব ঘটনা ঘটে।
নিহত শাহীন ঘিওর উপজেলার বৈকন্ঠপুর গ্রামের মুক্তার আলীর ছেলে। সে মহাদেবপুর ইউনিয়ন ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলো।
স্থানীয় এক সাংবাদিক মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শাহীন বিকেলে জমিতে ধান কাটছিলেন। এ সময় বজ্রপাতের কবলে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপরদিকে, দৌলতপুর উপজেলার বাচামারা ইউপির চরডাঙ্গা গ্রামের গোলাম মোস্তফা নামে এক মহিষের চালক বজ্রপাতে মারা গেছেন।
বাচামারা ইউপির ৪নং ওয়ার্ড মেম্বার মো. রমজান আলী জানান, গোলাম মোস্তফা মহিষের গাড়িতে বাদাম বোঝাই করে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে বজ্রপাতের কবলে পড়লে তিনি মারা যান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


