মানিকগঞ্জ প্রতিনিধি : নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রভাবে মানিকগঞ্জে কর্মহীন, দুঃস্থ ও অসহায়দের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছে দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ।
মাগুরা গ্রুপের ভাইস চেয়ারম্যান দিলারা মোস্তফার সার্বিক ব্যবস্থাপনায় আজ মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ পৌরসভার চরবেউথা, আন্ধারমানিক ও সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের জয়নগর গ্রামে সামাজিক দূরত্বের বিষয়টি নিশ্চিত করে সাড়ে চারশত পরিবারের মাঝে প্রতিনিধিদের মাধ্যমে খাদ্য সহায়তা দেওয়া হয়।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ মাসুদ করিম, উবায়েদুর রহমান রাসেল, এ্যাডভোকেট বজলুর রহমান, এ্যাডভোকেট মাসুদুর রহমান মুকুল, মোঃ আজাদ হোসেন, মোঃ শাহজাহান প্রমুখ।
প্রতিটি পরিবারকে চাল, ডাল, আটা, তেল ও আলুসহ ১০ কেজি ওজনের প্যাকেট দেওয়া হয়েছে। করোনাভাইরাস সংকট মোকাবেলায় ইতোপূর্বে বসুন্ধরা গ্রুপ মানিকগঞ্জ পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে জনপ্রতিনিধিদের মাধ্যমে খাদ্য সহয়তা প্রদান করেছে।
করোনাভাইরাস সংকট মোকাবেলায় মানিকগঞ্জে কর্মহীন মানুষের মধ্যে বসুন্ধরা গ্রুপের এই খাদ্য সহয়তা অব্যহত থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



