সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জে ১৫০ জন দুঃস্থ ক্রিকেটারসহ এক হাজার পরিবারের মাঝে খাদ্য সাহায়তা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ (বৃহস্পতিবার) সকাল ১১ টার দিকে মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রথমে দুঃস্থ খেলোয়াদের খাদ্য সহায়তা কর্মসুচী শুরু হয়। পরে ঘিওর উপজেলা সদর ইউনিয়ন, সিংজুড়ি ও বৈকন্ঠপুরে স্থানীয় কর্মহীন মানুষের মধ্যে বাকি সহায়তা বিতরণ করা হয়।
প্রতিজন ব্যক্তির হাতে চাল, ডাল, তেল, লবণ, সাবানসহ দশ কেজি ওজনের ব্যাগ তুলে দেওয়া হয়েছে।
শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় উপস্থিত থেকে এই খাদ্য সাহায়তা কর্মসূচির উদ্বোধন করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মহিউদ্দিন, জেলা প্রশাসক এস এম ফেরদৌস, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা প্রমুখ।
সংক্ষিপ্ত বক্তব্যে সাংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় বলেন, ‘প্রধানমন্ত্রীর পরামর্শে এই দুর্যোগে সহায়তার জন্য বিসিবি ত্রাণ কর্মসূচি হাতে নিয়েছে। সকল বিত্তবান ব্যক্তিকে দুঃস্থদের সহায়তায় এগিয়ে আসার জন্য আহ্বান জানাই।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।