সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জের হরিরামপুরে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মে) সকাল ১১টার দিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের জিওবি ১ম সংশোধনী প্রকল্পের আওতায় জেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সানোয়ারুল হক। এ সময় অন্যানের মধ্যে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের পরিচালক মোঃ গোলাম আহাদ, পাওয়ার গ্রীড কোম্পানি বাংলাদেশ (পিজিসিবি) এর মানিকগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ গিয়াস মাহমুদ , জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেন, জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক নাসরিন সুলতানা, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ জামাল হোসেন, জেলা তথ্য অফিসার মোহাম্মদ নূর হোসেন, হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, হরিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইশরাত জাহান, মানিকগঞ্জ ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. মোহাম্মদ ফারুক হোসেন, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী বনি ইসলাম রুপক, মানিকগঞ্জ জেলা হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেলের (ওসিসি) প্রোগ্রাম অফিসার মোঃ রুবেল বিশ্বাস, সাংবাদিক মনিরুল ইসলাম মিহির, সাইফুল ইসলাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নারীর ক্ষমতায়ন, নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচী, পরিবেশ সুরক্ষা, দূর্যোগকালীন নারী ও শিশুর সচেতনতা, করোনাভাইরাস সংক্রমণ রোধ,জীবন তথ্য ও KHHP, নারী ও শিশুর প্রতি সহিংসতা, শিশুকে মাতৃদুগ্ধ দান, শিশুর যথাযথ বিকাশ, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য উন্নয়ন বিষয়ক আলোচনা করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।