সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আঞ্চলিক সড়কের জাইগির এলাকায় অজ্ঞাত একটি গাড়ির চাপায় মোশাররফ হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার জাইগির এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোশাররফ হোসেন সদর উপজেলার মুলজান এলাকার আব্দুল রাজ্জাকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মোশাররফ হোসেন মোটরসাইকেলে সদর উপজেলার মুলজান এলাকায় যাচ্ছিলেন। তিনি সিংগাইর উপজেলার জাইগির এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি গাড়ির চাপায় ঘটনাস্থলেই মারা যান।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো প্রস্তুতি চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।