
আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার। তিনি জানান আগামী রবিবার (২৬ এপ্রিল) থেকে এই আদেশ কার্যকর করা হবে।
‘করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করতে মাসখানেক আগে ঘিওর বাজারটি ঘিওর ডিএন উচ্চ বিদ্যালয় মাঠে এবং বানিয়াজুরি বাজারটি বানিয়াজুরি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানান্তর করা হয়।
তারপরও বাজার দু’টিতেও সামাজিক ও শারীরিক দূরত্ব মানা হচ্ছে না। তাই বাধ্য হয়ে বাজার দু’টিকে বন্ধ ঘোষণা করা হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও বলেন, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রয়োজনে উপজেলার সব হাট-বাজার বন্ধ করা হবে।
তবে, নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী ক্রয়ের সুবিধার্থে প্রতিটি ইউনিয়নে স্থানীয় কয়েকজন নির্বাচিত ব্যবসায়ীকে ভ্যানগাড়ির মাধ্যমে ভ্রাম্যমাণ বাজারের ব্যবস্থা করতে বলা হয়েছে। এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দেশনা দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



