বিনোদন ডেস্ক: চলতি বছরের মে মাসে সব ধরণের সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ইউটিউবে ছড়িয়ে পড়েছিল একটি গান। অপরিচিত ছিল সেই গানের ভাষা, গানের লিরিক্স ছিল অনেকটা দুর্বোধ্য.. কিন্তু সেই গানের সুরই হয়ে উঠেছিল মিউজিক প্রেমিদের কাছে যোগাযোগের মাধ্যম। সিংহলী গান সুরের সেতু দিয়ে মন জয় করেছিল আসমুদ্রহিমাচলবাসীর। দীর্ঘ সাত মাস পরেও কিন্তু এই গানের সুর মলিন হয়নি। নিশ্চয় এতক্ষণে বুঝে গেছেন কোনো গানের কথা বলা হচ্ছে!! হ্যা সেই ট্রেন্ডিং সং “মানিকে মাগে হিঠে”।
যার তালে নেচেছেন বহু নামী অনামী নৃত্যশিল্পী, এই গানকে নিজের মতোন করে উপস্থাপন করেছে অনেক সঙ্গীতশিল্পী, বাংলা গানের সাথে জুড়ে দিয়ে ম্যাশআপও করা হয়েছে। কিন্তু প্রথমবার এই গানের তালে তালে তবলায় ছন্দ মেলালেন এক যুবক।
নাম তন্ময় সাহা, তবলায় নিজের দ্ষতায় অসাধারন সঙ্গত করেন তিনি। এবার এই সিংহলী গানের তালেও তবলা বাজালেন তিনি। শুধুই কি তবলা! বহু তুচ্ছাতিতুচ্ছ বস্তুর মাঝেও যে সুর থাকতে পারে তাও প্রমান করলেন। জলের বোতল, জলের গ্লাসকে মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট হিসেবে ব্যবহার করেছেন তন্ময় নামক এই শিল্পী।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে মানিকে মাগে হিঠে গানের সঙ্গে তবলায় সঙ্গত দিচ্ছেন এই যুবক। সঙ্গত হিসেবে ব্যবহার করছেন জলের গ্লাস, বোতলও। আর তার এই অসাধারণ প্রতিভা নজর কেড়েছে সকলের। তন্ময় সাহার এমন শিল্পীসত্ত্বার পরিচয় পৌঁছে গেছে বহু মানুষের কাছে। আর স্বাভাবিকভাবেই এই শিল্পীর প্রতিভায় পঞ্চমুখ হয়েছেন নেটজনগন। তার এই ভিডিও এখন ভাইরালের তালিকায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।