মানুষের পর যে প্রাণী সবচেয়ে বুদ্ধিমান হিসেবে বিবেচিত!

শিয়াল

মানুষের পর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী কোনটি? অনেকেই শিয়ালের নাম বললেও বিজ্ঞানীদের চোখে শিয়াল এতোটাও চতুর প্রাণী নয়। তবে বুদ্ধিমান প্রাণীদের তালিকার শীর্ষ অবস্থান নিয়ে বিজ্ঞানীদের মধ্যেই মতভেদ রয়েছে। পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী মানুষ।

শিয়াল

মানুষের রয়েছে বিভিন্ন বিষয় শেখার সক্ষমতা এবং বিভিন্ন সমস্যা সমাধানের দক্ষতা। তাই তো মানুষ পৃথিবীর সব প্রাণীর ওপর আধিপত্য প্রতিষ্ঠা করেছে। তবে কখনো কি মনে এমন প্রশ্ন এসেছে যে মানুষের পর পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী কোনটি? বুদ্ধিমান প্রাণীর তালিকার শীর্ষ অবস্থান নিয়ে বিজ্ঞানীদের মধ্যেই মতভেদ আছে।

কারো কারো মতে মানুষের পর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী অক্টোপাস আবার কারো কারো মতে ডলফিন। অসাধারণ বুদ্ধিমত্তার জন্য মানুষের পরেই সর্বাধিক পরিচিত প্রাণীটি হলো ডলফিন। বিশেষ করে বোটলনোজ ডলফিন সামাজিক কাঠামো গঠন, পারস্পরিক যোগাযোগ এবং সমস্যা সমাধান করতে পারে।

ডলফিনের বুদ্ধিমত্তার একটি আকর্ষণীয় দিক হলো তাদের হাতিয়ার ব্যবহার। এই দক্ষতা তারা শুধু আত্মরক্ষায় ব্যবহার করে না; শিক্ষা দেওয়ার মাধ্যমে ছড়িয়ে দিতে পারে প্রজন্ম থেকে প্রজন্মে। প্রাণীদের মধ্যে আরেক বুদ্ধিমান এবং স্মার্ট প্রাণী হলো- অক্টোপাস। তারা ক্ষণস্থায়ী এবং দীর্ঘস্থায়ী দুই ধরনের স্মৃতি ধারণ করে রাখতে পারে।

এমনকি তারা পানির ভেতর গোলক ধাঁধা থেকেও বের হয়ে আসতে পারে। অক্টোপাস অনেক সময় দুষ্টুমি করে জেলেদের নৌকাও আটকে দেয়। জিন রহস্য আবিষ্কারের আগে ধারণা করা হতো, কেবল মানুষ খাবারের জন্য যন্ত্রপাতি ব্যবহার করতে পারে। কিন্তু এখন জানা যাচ্ছে, শিম্পাঞ্জিও কাজটিতে বেশ পারদর্শি।

শিম্পাঞ্জিরা একটি হাই কোয়ালিটির সমাজে বাস করে। একজন সঙ্গী মারা গেলে শোক এবং ভালোবাসা প্রকাশ করতে পারে। মানুষের মতো তারা ভাষা শিখতে না পারলেও সহজেই ভাবের আদান-প্রদান করতে পারে। অবিশ্বাস্য হলেও বিজ্ঞান প্রমাণ করেছে যে মানুষ এবং শিম্পাঞ্জির ডিএনএর মধ্যে ৯৪ ভাগ মিল আছে।