জুমবাংলা ডেস্ক : রংপুরের বদরগঞ্জে গৃহবধূকে ধর্ষণের মামলায় দীর্ঘ ১৬ বছর পর আসামি রেজওয়ান আলীকে যাবজ্জীবন কারাদন্ড এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত।রোববার(৮ নভেম্বর) বিকেলে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-২ এর বিচারক রোকনুজ্জামান অভিযুক্ত আসামির অনুপস্থিতে এ রায় ঘোষণা করেন।
জানা যায়, ২০০৪ সালের ২ মার্চ স্বামীর অনুপস্থিতিতে ধর্ষণের শিকার হন ওই গৃহবধূ। এ ঘটনার পরদিন ২০০৪ সালের ৩ মার্চ রেজওয়ানকে আসামি করে জেলার বদরগঞ্জ থানায় ধর্ষণের মামলা করা হয়। তদন্ত শেষে পুলিশ আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।
দীর্ঘ ১৬ বছরেরও বেশি সময় ধরে চলা মামলায় ৮ জন সাক্ষী সহ চিকিৎসকের সাক্ষ্য গ্রহণ এবং জেরা শেষে আসামি রেজওয়ান আলীকে দোষী সাব্যস্ত করে এই রায় ঘোষণা করেন আদালত। তবে আসামী রেজওয়ান আলী এখনো পলাতক রয়েছেন।
এ রায়ে সস্তোষ প্রকাশ করে নারী ও শিশু নির্যাতন আদালতের বিশেষ পিপি জাহাঙ্গীর হোসেন তুহিন বলেন, দেরিতে হলেও নির্যাতিতা তার বিচার পেয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।