 জুমবাংলা ডেস্ক : বিশ্বনবী হযরত মুহাম্মদ( সাঃ) কে নিয়ে কটুক্তি, শিক্ষাবিদ জাফর ইকবাল, সুপ্রিম কোর্টের বিচারপতির, জাতীয় নেতাদের নিয়ে মন্তব্য ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন বক্তব্য এবং নারায়নগঞ্জের রিসোর্সে কথিত স্ত্রী নিয়ে আটকের ঘটনায় পটুয়াখালীর দুমকিতে মামুনুল হকের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জুমবাংলা ডেস্ক : বিশ্বনবী হযরত মুহাম্মদ( সাঃ) কে নিয়ে কটুক্তি, শিক্ষাবিদ জাফর ইকবাল, সুপ্রিম কোর্টের বিচারপতির, জাতীয় নেতাদের নিয়ে মন্তব্য ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন বক্তব্য এবং নারায়নগঞ্জের রিসোর্সে কথিত স্ত্রী নিয়ে আটকের ঘটনায় পটুয়াখালীর দুমকিতে মামুনুল হকের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) বেলা ১১টায় থানা ব্রিজ পশ্চিম পাড়ে দুমকি উপজেলার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ মানববন্ধনে আয়োজন করা হয়।
বাংলাদেশ ছাত্রলীগ দুমকি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. সবুজ শিকদার বলেন, মামুনুল হক বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কিভাবে মুখ নারতেন দেখানো, বিশিষ্ট শিক্ষাবিদ জাফর ইকবাল স্যারকে নিয়ে মন্তব্য জাতীয় নেতা রাশেদ খান মেনন, শাহরিয়ার কবির, সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মানিক সাহেব, অন্যান্য জাতীয় নেতাদের নিয়ে কটুক্তি ও রাষ্ট্রদ্রোহী বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য এবং সর্বশেষ নারায়ণগঞ্জের রিসোর্সে নারীসহ আটকের ঘটনায় তার ফাঁসি দাবি করছি।
এ মানববন্ধনে উপস্থিত ছিলেন, দুমকি উপজেলা শাখার ছাত্রলীগের নেতা-কর্মীরা ও সর্বস্তরের মানুষ এ দাবিতে যোগদেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।

 


