নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: মা আকলিমা আক্তারের হাত ধরে ভোট দিতে কেন্দ্রে ভোট দিতে এসেছেন বাক প্রতিবন্ধী মনিরুজ্জামান (৩৮)। মঙ্গলবার (২১ মে) সকাল দুপুরের দিকে গাজীপুরের শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এমন দৃশ্য চোখে পড়ে। তবে প্রায় প্রতিটি নির্বাচনে তিনি তার সাথে এসেই ভোটাধিকার প্রয়োগ করেন বলে জানান মা আকলিমা আক্তার।
মনিরুজ্জামান উপজেলার শ্রীপুর পৌরসভার ২নং ওয়ার্ডের মো. আব্দুল মান্নানের ছেলে।
আকলিমা আক্তার বলেন, সকাল থেকেই ইশারায় সে ভোট দেওয়ার জন্য আবদার করতে থাকে। এ জন্য তাকে নিয়ে ভোটকেন্দ্রে এসেছি। কয়েকটি প্রার্থীর ছবি দেখিয়ে তার পছন্দের প্রার্থীর প্রতীক নির্বাচন করা হয়েছে।
শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার কাজী ছাইদুর রহমান বলেন, বাক প্রতিবন্ধী মনিরুজ্জামান ভোটকেন্দ্রে আসার সাথে সাথে অগ্রাধিকার ভিত্তিতে তাকে আগে ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছি। নিজের পছন্দমত প্রার্থীকে ভোট দিয়ে কেন্দ্র ত্যাগ করেছেন। এ কেন্দ্রে মোট ভোটার ৪ হাজার ১৩৫ জন।
জানা গেছে, শ্রীপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৬ হাজার ৮৯৬ জন । এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৯৭ হাজার ৭১৬ জন, নারী ভোটার এক লাখ ৯৯ হাজার ১৭৪ জন এবং তৃতীয় লিঙ্গ (হিজড়া) ভোটার ৬ জন। মোট ভোটকেন্দ্র ১৪৮টি এবং ভোটকক্ষের সংখ্যা ৯৮৪টি। নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ৩জন, ভাইস চেয়ারম্যান ৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।