১৯৭৮ সালে অমিতাভ বচ্চন অভিনীত বলিউডের কালজয়ী
সিনেমা ‘ডন’-এর পরিচালক চন্দ্র বরোত (৮৬) মারা গেছেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।রবিবার (২০ জুলাই) মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি এ নির্মাতা।
ভারতীয় সংবাদমাধ্যমে চন্দ্র বরোতের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পরিচালকের পরিবার।
পরিচালকের স্ত্রী সংবাদমাধ্যমে জানান, বিগত ৭ বছর ধরে ‘পালমোনারি ফাইব্রোসিস’ রোগে আক্রান্ত ছিলেন তিনি। বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে তার চিকিৎসাও চলছিল। কিন্তু শেষ রক্ষা হল না। রোববার না ফেরার দেশে পাড়ি দেন পরিচালক।
বলিউডের কালজয়ী ছবি ‘ডন’, ১৯৭৮ সালে যা তার হাত ধরেই বলিউডে এক মাইলফলক তৈরি করে। আজও সেই ছবির গান ও সংলাপ আপামর সিনেপ্রেমীর মুখে মুখে ফেরে। পরবর্তীতে তার এই ছবির রিমেক বানানোর ইচ্ছা সামলাতে পারেননি পরবর্তী প্রজন্মের পরিচালকরা। আর তাই বারবার এই ছবি নতুন মোড়কে ফিরে এসেছে দর্শকের কাছে।
প্রথমে অমিতাভ বচ্চন অভিনীত চরিত্রে শাহরুখের প্রত্যাবর্তন ‘ডন’ হিসাবে। আর এখন ফারহা খানের পরিচালনায় আসছে ‘ডন ৩’। যা নিয়ে ইতোমধ্যেই দর্শকের মনে এক আলাদা উন্মাদনা তৈরি হয়েছে। ‘ডন’ ছবিটি নির্মাণ করার আগে ‘ইয়াদগার’, ‘শোর’,-এর মতো ছবি পরিচালনা করেছেন তিনি।
এদিকে চলচ্চিত্র পরিচালক চন্দ্রর মৃত্যুর সংবাদে শোক প্রকাশ করেছেন আরেক নির্মাতা ফারহান আখতার। যিনি ২০০৬ সালে তারই পরিচালিত ‘ডন’ ছবির পুনরায় নির্মাণ করেছিলেন। ইনস্টাগ্রামে চন্দ্র বরোতের একটি ছবি শেয়ার করে আবেগঘন বার্তা লিখেছেন ফারহান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।