মারা গেলেন কোক স্টুডিও খ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী

জুমবাংলা ডেস্ক : মারা গেলেন কোক স্টুডিও খ্যাত পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী হানিয়া আসলাম।

রবিবার (১১ আগস্ট) হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তার। সোমবার (১২ আগস্ট) দেশটির রাজধানী ইসলামাবাদে নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা এ গায়িকার।

এদিন পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, গায়িকা হানিয়া আসলামের চাচাতো বোন জেব ওরফে জেব বঙ্গ সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে এক পোস্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তারা দুই বোন একসঙ্গে অনেক গানে কাজ করেছেন।

আসলামের জন্ম পাকিস্তানের কোহাতে। তিনি বোন জেবের সঙ্গে পাকিস্তানে অনেক সংগীতে কাজ করেছেন। তার ক্যারিয়ারের শুরু হয়েছিল বিখ্যাত গিটারিস্ট, প্রযোজক ও ব্যান্ডলিডার মেকাল হাসানের স্টুডিও ইন্টার্ন হিসেবে। এরপর ২০০১ সালে জেবের সঙ্গে ‘চুপ’ গানের মাধ্যমে লাইমলাইটে চলে আসেন। গানটির সাফল্য তাদের এগিয়ে চলার অনুপ্রেরণা যোগায়।

এ জুটি ব্যতিক্রম কথা-শব্দের জন্য ব্যাপক পরিচিতি লাভ করেন। কেননা, তাদের গানে পাশ্চাত্য প্রভাবসহ প্রাচ্য সংগীত মিশ্রিত। বিশেষ করে কোক স্টুডিওতে তাদের ‘চল দিয়া’, ‘লাইলি জান’ ও ‘কেয়া খেয়াল হ্যায়’ গানগুলো শ্রোতাহৃদয়ে আলোড়ন সৃষ্টি করে।

২০১৪ সালে হানিয়া আসলাম তার চাচাতো বোনের সঙ্গে গড়া গ্রুপ থেকে সরে আসেন এবং পড়ালেখার জন্য কানাডায় চলে যান। সেখানে একটি অডিও ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা (এইডি) ডিগ্রি অর্জন করেন। তবে এই সময় দেশের বাইরে থাকলেও কখনোই পাকিস্তানি শিকড় ছিন্ন করেননি। যা তার সৃষ্টি ও পারফরম্যান্সে স্পষ্ট।

এরপর পাকিস্তানে ফেরেন তিনি। পরবর্তীতে ‘অ্যায়ি রে’-এর মতো জনপ্রিয় গানগুলো উপহার দেন শ্রোতাদের। কোক স্টুডিওতে নারীবাদী গান ‘মেইন ইরাদা’ দিয়ে ফেরেন।

অ্যালবামে গান করার পাশাপাশি সিনেমায়ও কণ্ঠ দিয়েছেন তিনি। ‘লালা বেগম’, ‘মেপোল রোজ’ ও ‘দোবারা ফির সে’-এর মতো সিনেমায় কণ্ঠ শোনা গেছে তার।