আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সৈন্য ও তাদের বিচ্ছিন্নতাবাদী মিত্ররা মারিউপোল নগরীর কেন্দ্রস্থলে শুক্রবার লড়াই করছে। ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এই বন্দর নগরী কৌশলগত দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানায়। খবর এএফপি’র।
মস্কোতে মন্ত্রণালয় জানায়, ‘রাশিয়ার সশস্ত্র বাহিনীর সহযোগিতায় দনেৎস্ক পিপলস রিপাবলিকের বিভিন্ন ইউনিট মারিউপোলকে চার দিক থেকে ঘিরে ফেলছে এবং নগরীর কেন্দ্রস্থলে জাতীয়তাবাদীদের বিরুদ্ধে যুদ্ধ করছে।’
স্বঘোষিত লুগানস্ক রিপাবলিকের কথা উল্লেখ করে মন্ত্রণালয় আরো জানায়, রাশিয়ার সৈন্যদের সহযোগিতায় লুগানস্ক’র বিচ্ছিন্নতাবাদীরা ওই রিপাবলিক ভূ-খ-ের ৯০ শতাংশেরও বেশি এলাকা মুক্ত করেছে। গত ২১ ফেব্রুয়ারি মস্কো এই দুই ভূ-খ-কে স্বাধীনতার স্বীকৃতি দিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।