বিনোদন ডেস্ক : “বন্ধু হতে চায় না, সরাসরি প্রেম!”—এই মন্তব্য করে আবারও আলোচনার কেন্দ্রে মডেল ও অভিনেত্রী মারিয়া মিম। বিজয় টিভির এক সাক্ষাৎকারে নিজের ভাবনা স্পষ্ট করেই জানিয়ে দিলেন, ছেলেদের সঙ্গে বন্ধুত্ব করা একপ্রকার অসম্ভব।
উপস্থাপক যখন জানতে চান—বন্ধুত্ব, প্রেম আর বিয়ের মধ্যে কোনটা বেছে নেবেন? মারিয়া সরাসরি বলেন, “অবশ্যই প্রেম। কারণ ছেলেদের সাথে বন্ধুত্ব হয় না, ওরা বন্ধুত্ব থেকে প্রেম করতে চায়। তারপর শুধু গার্লফ্রেন্ড বানাতে চায়।”
এই বক্তব্যের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। অনেকে একমত, কেউ বা বিতর্ক তুলছেন। তবে মিম বরাবরের মতোই স্পষ্টভাষী।
সাক্ষাৎকারে আরও নানা প্রসঙ্গ উঠে আসে। ভাইরাল হওয়া নিয়ে প্রশ্ন করা হলে মিম বলেন, “আমার খুব ভালো লাগছে সবাই আমাকে এতো পছন্দ করছে। বিষয়টা ইনজয় করছি। আমি এখনো সুপারস্টার হইনি, তবে শীঘ্রই হয়ে যাবো ইনশাআল্লাহ।”
অভিনেত্রী না হলে খেলোয়াড় হতেন কিনা—এই প্রশ্নে মিম বলেন, “কিছুদিন প্রাকটিস করার পর ফিল করেছিলাম, আমি খেলোয়াড় হলেও ভালো করতাম।”
বিদেশে শাড়ি বা ওয়েস্টার্ন ড্রেস পরলেও কী তাকানোর লোক থাকে? মিম বলেন, “ওফ! বিদেশেও মানুষ আমার দিকে তাকিয়ে থাকে। আমি যা-ই পরি না কেন, সে সেলেব্রিটি হোক আর যাই হোক, আমার দিকে না তাকিয়ে কেউ থাকতে পারে না!”
আকার বৃদ্ধিতে অস্ত্রোপচার নয়, স্বাভাবিকভাবেই আমার পরিবর্তন এসেছে: অনন্যা
সাহসী মন্তব্য, স্পষ্ট বক্তব্য আর বোল্ড অ্যাটিচুড—এই তিনে মিম যেন ভাইরালের নামান্তর। কারো মতে বিতর্কিত, আবার কারো চোখে বাস্তববাদী। তবে দিনশেষে, সবাই তাকিয়ে থাকে তার দিকেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।