আন্তর্জাতিক ডেস্ক : দু:সময় চলছে মার্কিন অর্থনীতিতে। কিন্তু ওয়াল স্ট্রিটে সাম্প্রতিক চাঙ্গা ভাবে মনে হতে পারে যুক্তরাষ্ট্রের অর্থনীতি সঠিক পথেই এগোচ্ছে। তবে চলতি বছরের শেষ তিন মাসে বিশ্বের বৃহত্তম অর্থনীতির প্রবৃদ্ধি স্থবির হয়ে পড়তে পারে। শুক্রবার ফেডারেল রিজার্ভ ব্যাংকের (ফেড) দুটি আঞ্চলিক শাখার প্রতিবেদনে এ রকম নেতিবাচক ছবিই ফুটে উঠেছে। খবর সিএনএন বিজনেস।
চতুর্থ প্রান্তিকে নিউইয়র্ক ফেডের জিডিপি পূর্বাভাস শূন্য দশমিক ৪০ শতাংশ এর আগে শূন্য দশমিক ৭০ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছিল। অক্টোবরজুড়ে ম্যানুফ্যাকচারিং খাতে উৎপাদন হ্রাসসহ সাম্প্রতিক অর্থনৈতিক প্রতিবেদনগুলোর কারণে এ রকম ‘নেতিবাচক পূর্বাভাস’ দিতে হয়েছে বলে জানায় নিউইয়র্ক ফেড।
আটলান্টা ফেডের জিডিপি পূর্বাভাস আরো খারাপ। শুক্রবার চতুর্থ প্রান্তিকের জন্য তাদের প্রবৃদ্ধি পূর্বাভাস শূন্য দশমিক ৩০ শতাংশের। মাত্র এক সপ্তাহ আগে যেখানে ১ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছিল।
গাড়ি ও গ্যাসোলিন বাদে রিটেইল বিক্রি সংকোচন এবং ভোক্তা ব্যয় হ্রাসের ফলে পূর্বাভাস কমাতে হয়েছে বলে জানায় আটলান্টা ফেড। শুক্রবার প্রকাশিত উপাত্তে দেখা গেছে, অক্টোবরে ভোক্তা ব্যয় মাত্র শূন্য দশমিক ১০ শতাংশ বেড়েছে।
এখন পর্যন্ত প্রাপ্ত অর্থনৈতিক উপাত্তের ওপর ভিত্তি করে এ পূর্বাভাস দিয়েছে ফেডের দুটি আঞ্চলিক শাখা। তবে নতুন উপাত্তের ভিত্তিতে পূর্বাভাসে পরিবর্তন আসতে পারে। তবে বছর শেষে অর্থনীতি মারাত্মক সংকটাপন্ন বলেই প্রতীয়মান হতে পারে। জেনারেল মোটরসের ধর্মঘট বন্ধের ফলে নভেম্বর ও ডিসেম্বরে অর্থনীতি কিছুটা চাঙ্গা হতে পারে বলে আশা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।