আন্তর্জাতিক ডেস্ক: নিউইয়র্কের এক বিচারক মঙ্গলবার হন্ডুরাসের প্রেসিডেন্ট জুয়ান ওর্লান্দো হার্নান্দেজের ভাইকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন। বিশাল পরিসরে মাদক পাচার করার দায়ে তিনি এ রায় দেন। খবর এএফপি’র।
যুক্তরাষ্ট্রে মাদক পাচার করার ষড়যন্ত্র, অবৈধভাবে মেশিনগান রাখা এবং মিথ্যা বিবৃতি প্রদানসহ চারটি মামলায় ২০১৯ সালে অক্টোবরে ৪২ বছর বয়সী টনি হার্নান্দেজকে দোষী সাব্যস্ত করা হয়।
বিচারক পি. কেভিন কাস্টেল যুক্তরাষ্ট্রে ১৮৫ টনেরও বেশি কোকেন পাচার করা হন্ডুরাসের সাবেক এ কংগ্রেসম্যানকে যাবজ্জীবন কারাদন্ড দেন।
এদিকে প্রেসিডেন্ট হার্নান্দেজ মিথ্যা সাক্ষীর উপর ভিত্তি করে দেয়া এ রায়ের কঠোর সমালোচনা করেন। তিনি এ কেলেঙ্কারিকে কঠিন পরীক্ষা হিসেবে অভিহিত করেন।
২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত হন্ডুরাস কংগ্রেসের সদস্য হিসেব দায়িত্ব পালন করা টনি হার্নান্দেজকে ২০১৮ সালের নভেম্বরে মিয়ামি বিমানবন্দরে গ্রেফতার করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।