আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা থেকে আমদানি করা প্রায় সবকিছুর উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের নির্বাহী আদেশে সই করেছেন। তবে কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আমেরিকানদের অন্ধকার সময়ে পাশে থাকার কথা স্মরণ করিয়ে দিয়েছেন তার ভাষণে। খবর এনডিটিভির
সম্প্রতি অটোয়ায় এক সংবাদ সম্মেলনে জাস্টিন ট্রুডো আমেরিকানদের উদ্দেশ্যে বলেন, ইরানের জিম্মি সংকট কিংবা আফগানিস্তানের যুদ্ধ, অথবা হারিকেন ক্যাটরিনা এবং সাম্প্রতিক ক্যালিফোর্নিয়ার দাবানলের মতো খারাপ সময়ে কানাডা আমেরিকার সাথে ছিল। ‘অন্ধকারতম সময়ে’ পাশে ছিল কানাডার জনগণ। তবে ট্রাম্পের এমন আদেশের পক্ষে তিনি বলেন, পাল্টা ব্যবস্থা নেওয়া ছাড়া তার আর কোনো উপায় নেই।
ট্রুডো আরও বলেন, নরম্যান্ডির সমুদ্র সৈকত থেকে শুরু করে কোরিয়ান উপদ্বীপের পর্বতমালা কিংবা ফ্ল্যান্ডার্সের মাঠ থেকে শুরু করে কান্দাহার পর্যন্ত আপনাদের পাশে দাঁড়িয়ে লড়াই করেছি এবং প্রাণ হারিয়েছি।
তিনি বলেন, আমরা বিশ্বের সবচেয়ে সফল অর্থনৈতিক, সামরিক ও নিরাপত্তা অংশীদারিত্ব গড়ে তুলেছি। আমরা সব সময় আপনাদের পাশে আছি।
তবে অতীতেও মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে মতপার্থক্য ছিল উল্লেখ করে ট্রুডো বলেন, উভয় দেশই সবসময় সেটি সমাধান করেছে একসঙ্গে।
তিনি বলেন, আমি আগেই বলেছি, ট্রাম্প যদি যুক্তরাষ্ট্রের জন্য নতুন স্বর্ণযুগের সূচনা করতে চান, তাহলে আমাদের শাস্তি না দিয়ে কানাডার সঙ্গে অংশীদারিত্ব করাই ভালো।
ট্রুডো আরও বলেন, দুর্ভাগ্যবশত হোয়াইট হাউসের আজ নেওয়া পদক্ষেপগুলো আমাদের একত্রিত করার পরিবর্তে বিভক্ত করে দিয়েছে।
কানাডার প্রত্যাবর্তন
সংবাদ সম্মেলনে দীর্ঘদিনের কানাডা-মার্কিন সম্পর্কের অবনতির বিষয়ে সতর্ক করেছেন ট্রুডো। তিনি উল্লেখ করেন, মার্কিন বাণিজ্য বিভাগের পদক্ষেপের জবাবে কানাডাও মার্কিন পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে।
তিনি জানিয়েছেন, আগামী মঙ্গলবারই প্রথম দফায় ৩০ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্যে শুল্ক আরোপ করা হবে। সেই সঙ্গে তিন সপ্তাহের মধ্যে ১২৫ বিলিয়ন ডলার মূল্যের পণ্যের উপর আরও শুল্ক আরোপ করবে কানাডা।
ট্রুডো জোর দিয়ে বলেন, আমরা অবশ্যই উত্তেজনা বাড়াতে চাই না। তবে আমরা কানাডার পক্ষে, কানাডিয়ানদের পক্ষে, কানাডার চাকরির পক্ষে দাঁড়াব।
তিনি বলেন, বাণিজ্য দ্বন্দ্ব কানাডিয়ানদের জন্য আসল বাস্তবতা নিয়ে আসলেও ট্রাম্পের এমন পদক্ষেপের কারণে আমেরিকানরা ক্ষতিগ্রস্ত হবে।
ট্রুডো মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে বলেন, কানাডার বিরুদ্ধে শুল্ক আপনার চাকরি ঝুঁকির মধ্যে ফেলবে, সম্ভাব্যভাবে আমেরিকান অটো অ্যাসেম্বলি প্ল্যান্ট এবং অন্যান্য উৎপাদন কেন্দ্র বন্ধ করে দেবে। মুদিখানার দোকানে খাবার ও পাম্পে গ্যাসসহ তারা আপনার জন্য খরচ বাড়িয়ে দেবে। মার্কিন বিয়ার, ওয়াইন ও বোরবনের পাশাপাশি ফলমূল, শাকসবজি, ভোগ্যপণ্য, কাঠ ও প্লাস্টিকের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রেও এই শুল্ক প্রযোজ্য হবে।
ট্রাম্পের কর
অবৈধ অভিবাসন ও মাদকের হুমকির কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা, মেক্সিকো ও চীনের ওপর ব্যাপক শুল্ক আরোপের কথা বলেছিলেন।
আগামী মঙ্গলবার থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে কানাডার রপ্তানির উপর ২৫ শতাংশের শুল্ক আরোপ করা হবে। যদিও কানাডা থেকে আসা শুধু জ্বালানি সম্পদের উপর ১০ শতাংশ কম শুল্ক আরোপ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।