জুমবাংলা ডেস্ক : অবাধ নির্বাচন নিশ্চিত করতে আরও নিষেধাজ্ঞার আহবান – মার্কিন সিনেটে বাংলাদেশ নিয়ে শুনানি বিষয়ে সমকালের শিরোনাম। খবরে বলা হয় বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে আরও নিষেধাজ্ঞাসহ বিভিন্ন পন্থা অব্যাহত রাখার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির মানবাধিকার সংগঠনগুলো। খবর-বিবিসি’র
গত মঙ্গলবার মার্কিন সিনেটের টম লেনটস মানবাধিকার কমিশনে (টিএলএইচআরসি) বাংলাদেশের মানবাধিকার ইস্যুতে হওয়া শুনানিতে এ আহবান জানানো হয়। মানবাধিকার সংগঠনগুলোর প্রতিনিধিরা জানান, রাজনৈতিক সহিংসতা এখনও বেশি হচ্ছে।
মার্কিন সিনেটে শুনানি নিয়ে দৈনিক ইত্তেফাকের শিরোনাম বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে আরো নিষেধাজ্ঞা প্রদানের আহবান। পত্রিকাটি বলছে শুনানিতে অংশ নেয়া মানবাধিকার সংগঠনগুলোর প্রতিনিধিরা জানান বাংলাদেশে প্রতিযোগিতামূলক রাজনৈতিক সমাবেশ প্রায়ই আন্তঃদলীয় সহিংসতায় পরিণত হয় এবং বিরোধী দলের বিক্ষোভ প্রায়ই পুলিশি দমনের মুখোমুখি হয়।
অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে বাংলাদেশের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞার আহবান – মানবজমিনের শিরোনাম এটি। তারা লিখেছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আরও নিষেধাজ্ঞাসহ বাংলাদেশের বিরুদ্ধে নতুন নীতি প্রণয়নের আহ্বান জানিয়েছে মার্কিন মানবাধিকার সংস্থাগুলো। তাদের দাবি, বাংলাদেশে ব্যাপক রাজনৈতিক সহিংসতা দেখা যাচ্ছে, পাল্টাপাল্টি ডাকা রাজনৈতিক সমাবেশগুলো সংঘর্ষের মধ্য দিয়ে শেষ হচ্ছে এবং বিরোধী দলগুলোর ডাকা বিক্ষোভ প্রায়ই দমনপীড়নের সম্মুখীন হচ্ছে।
খবরটি নিয়ে যুগান্তরের শিরোনাম – টম ল্যান্টস কমিশনের শুনানি বাংলাদেশে আরও নিষেধাজ্ঞার আহবান।
পত্রিকাটির আরেকটি প্রধান শিরোনাম হল যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা সংলাপ ঢাকায়
বিস্তারিত বলা হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নবম নিরাপত্তা সংলাপ এবার ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসছে নির্বাচনের আগে নিয়মিত সংলাপে বসতে যাচ্ছেন দুই দেশের কর্মকর্তারা।
ডেইলি স্টার বলছে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিকদের ব্যাপারে ২০১৮ সালের যে নীতিমালা আছে সেটি পর্যালোচনা করবে নির্বাচন কমিশন।
কমিশন এ ব্যাপারে আসছে ২৩শে অগাস্ট সরকারের তথ্য, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র এ তিন মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে বৈঠক করবে। নীতিমালায় কোন পরিবর্তন দরকার কিনা তা সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
এদিকে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ব্রিফিং নিয়ে সমকাল শিরোনাম করেছে বিদেশিরা নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী তবে আবেদন করেনি।
এতে বলা হয়েছে বৃহস্পতিবার বিকেলে মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন জানান বাংলাদেশের জাতীয় নির্বাচনে পর্যবেক্ষণের জন্য বিভিন্ন দেশ ও সংস্থা আগ্রহ দেখিয়েছে। তবে তারা এখনও আবেদন করেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।