বর্তমানে মার্কেটে ডিএসএলআর ক্যামেরার অস্তিত্ত্ব থাকা সত্ত্বেও মিররলেস ক্যামেরার জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। সনি, ফুজি ফিল্ম, প্যানাসনিক, নিকন সহ বেশ কয়েকটি ব্র্যান্ড উন্নত মানের ক্যামেরা বাজারে নিয়ে এসেছে। আজকের আর্টিকেলে ২০২৩ সালের সেরা মিররলেস ক্যামেরা নিয়ে আলোচনা করা হবে।
Nikon Z6 II
ক্যামেরাটির রেজুলেশন হচ্ছে ২৪.২ মেগাপিক্সেল। এটি ফুল ফ্রেম ডিজাইনের ক্যামেরা এবং ডুয়েল স্লটের ফিচার রয়েছে। ডিভাইসের ইতিবাচক দিক হচ্ছে কম আলোতে ভালো ছবি তুলতে পারে। কাজেই অনেক ফটোগ্রাফির জন্য ক্যামেরা ক্রয় করতে চাইলে এটি বিবেচনায় রাখতে পারেন। ডিভাইসের কন্ট্রোল এবং মেনু সিস্টেম বেশ ইউজার ফ্রেন্ডলি। এটি আকারে ছোট হওয়ায় যেকোন জায়গায় সহজে বহন করা সম্ভব।
Sony ZV E1
ক্যামেরাটির রেজুলেশন হচ্ছে ১২.৯ মেগাপিক্সেল। এটি ফুল ফ্রেম ডিজাইনের ক্যামেরা। ডিভাইসটি ওজনে বেশ হালকা এবং এটির ইমেজ স্ট্যাবেলাইজেশন সিস্টেম প্রশংসার দাবি রাখে। ক্যামেরাটির অডিও সিস্টেম এবং অটোফোকাস ক্যাপাবিলিটি বেশ সন্তোষজনক। তবে ক্যামরাটির রেজুলেশন অনেক কম হওয়ার কারণে অনেক ক্ষেত্রে ভালো ছবি পাবেন না। ফোরকে রেজুলেশন বজায় রেখে ভিডিওগ্রাফি করতে পারবেন এবং বেশ কিছু সিনেমাটিক ফিচার এই ডিভাইসে দেওয়া হয়েছে। এজন্য ভিডিওগ্রাফির জন্য এ ক্যামেরাটি বিবেচনায় নিতে পারেন।
Canon EOS R100
ক্যামেরাটির রেজুলেশন হচ্ছে 24.1 মেগাপিক্সেল। এপিএসসি স্টাইলের সেন্সর সাইজ ব্যবহার করা হয়েছে এ ক্যামেরায়। তুলনামূলকভাবে কম দামে পাওয়া যায় বলে বাজেট ডিভাইস হিসেবে এটির জনপ্রিয়তা রয়েছে। ফোরকে রেজুলেশন বজায় রেখে ডিভাইস টা দিয়ে ভিডিওগ্রাফি করা সম্ভব। নেতিবাচক দিক হচ্ছে টাচস্ক্রিন ডাটাবেলিটি দেওয়া হয়নি। Dual Pixel AF, subject detection, Eye Detection এর মত ফিচার ডিভাইসটিতে আপনি পেয়ে যাবেন।
Canon EOS R5
ক্যামেরাটির রেজুলেশন হচ্ছে ৪৫ মেগাপিক্সেল। ফুলফ্রেম ডিজাইনের সেন্সর সাইজ দেওয়া হয়েছে। হাই রেজুলেশন সেন্সর ব্যবহার করা হয়েছে এ ডিভাইসে। উন্নত কোয়ালিটির বেশকিছু ভিডিও ফিচার যোগ করা হয়েছে এখানে। ইন-বডি ইমেজ স্ট্যাবালাইজেশন সিস্টেমের কথা বিবেচনা করলে এ ক্যামেরাটি আপনি ক্রয় করতে পারেন। এটির সবথেকে নেতিবাচক দিক হচ্ছে দাম অতিরিক্ত বেশি। Dual Pixel CMOS AF, dust ও water-resistant এর ফিচার পেয়ে যাবেন ডিভাইসটির সাথে। আউটডোর ফটোগ্রাফির জন্য ডিভাইসটি চমৎকার হবে।
Nikon Z8
ক্যামেরাটির রেজুলেশন হচ্ছে ৪৫.৭ মেগাপিক্সেল। ক্যামেরাটির ইতিবাচক দিক হচ্ছে দুর্দান্ত ছবি তুলতে পারে, মেনু কন্ট্রোল সিস্টেম খুবই ইউজার ফ্রেন্ডলি, পাশাপাশি হাই কোয়ালিটির ভিডিওগ্রাফি করা সম্ভব। ডিভাইসের একটি নেতিবাচক দিক হচ্ছে এখানে মেকানিক্যাল শ্যুটারের ফিচার দেওয়া হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।