আন্তর্জাতিক ডেস্ক : হঠাৎ করে চীনে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি। ভাইরাসটির উৎপত্তিস্থলে রোববার (২৬ জুলাই) নতুন করে আরও ৬১ জন আক্রান্ত হয়েছেন, আগের দিন যা ছিল ৪৬ জন।
সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য কমিশনের উদ্ধৃতি দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, মার্চের পর চীনে একদিনে সর্বোচ্চ স্থানীয় সংক্রমণের ঘটনা ঘটলো। আক্রান্তদের ৫৭ জনই স্থানীয়। এর আগে ৬ মার্চ সর্বোচ্চ ৭৫ জনের কোভিড রোগ শনাক্ত হয়েছিল।
নতুন স্থানীয় রোগীদের মধ্যে ৪১ জন দূরবর্তী পশ্চিমাঞ্চলের প্রদেশ জিনজিয়াংয়ের। ৫ মাস পর ১৫ জুলাই সেখানে প্রথম রোগী শনাক্ত হয়।
উত্তর-পূর্বাঞ্চলের প্রদেশ লিয়াওনিংয়ে টানা পঞ্চম দিন করোনা রোগী পাওয়া গেছে, সর্বশেষ একদিনে আক্রান্ত হয়েছেন ১৪ জন।
এছাড়া জিলিন প্রদেশে দুজন রোগী শনাক্ত হয়েছে, মে মাসের পর প্রথম। সম্প্রতি প্রতিবেশী প্রদেশ লিয়াওনিংয়ে গিয়েছিলেন তারা।
তবে উপসর্গহীন রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে কমেছে, ৪৪ জন। গত শনিবার ৬৮ জন রোগী পাওয়া গিয়েছিল, যাদের করোনার কোনও লক্ষণ ছিল না।
রোববার শেষে চীনের মূল ভূখণ্ডে নিশ্চিত করোনায় আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ৮৯১ জন। আর মৃত্যুর সংখ্যা আগের মতোই ৪ হাজার ৬৩৪ জনে আছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।