মঙ্গল গ্রহের বিভিন্ন রহস্য উন্মোচনের পাশাপাশি খুঁটিনাটি তথ্য সংগ্রহের জন্য ড্রোন পাঠানোর পরিকল্পনা করেছে নাসা। এরই মধ্যে মঙ্গল গ্রহে উড়ে উড়ে তথ্য সংগ্রহে সক্ষম ড্রোনের নকশাও তৈরি করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা। নাসার তথ্যমতে, এরই মধ্যে মঙ্গল গ্রহে ইনজেনুইটি নামে একটি হেলিকপ্টার পাঠানো হয়েছিল।
‘মার্স চপার’ নামের ড্রোনটি ইনজেনুইটি হেলিকপ্টারের তুলনায় বেশ শক্তিশালী হবে। ফলে বেশি পণ্য পরিবহন করতে পারবে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জেট প্রপালশন ল্যাবরেটরি ও আমেস রিসার্চ সেন্টারে ড্রোনটি তৈরি করা হচ্ছে।
মার্স চপার নামের ড্রোনটিতে ছয়টি রোটার রয়েছে। প্রতিটি রোটারে রয়েছে ছয়টি করে পাখা বা ব্লেড। ছবিসহ বিভিন্ন তথ্য বিশ্লেষণ করার কিটযুক্ত ড্রোনটি সর্বোচ্চ পাঁচ কিলোগ্রাম ওজন নিয়ে তিন কিলোমিটার পর্যন্ত উড়তে পারবে। ফলে মঙ্গল গ্রহের বিশাল অংশ জুড়ে গবেষণা করতে পারবেন বিজ্ঞানীরা।
২০২০ সালে মঙ্গল গ্রহে পারসিভারেন্স রোভারের সঙ্গে ইনজেনুইটি হেলিকপ্টার পাঠিয়েছিল নাসা। তিন বছরেরও বেশি সময় ধরে মঙ্গল গ্রহে উড়ে উড়ে তথ্য সংগ্রহ করেছে হেলিকপ্টারটি। নতুন ড্রোনটির সক্ষমতা ইনজেনুইটি হেলিকপ্টারের তুলনায় বেশি হওয়ায় মঙ্গল গ্রহের আরও গভীরে তথ্য অনুসন্ধান করা যাবে বলে ধারণা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।