জুমবাংলা ডেস্ক : উপহার হিসেবে বাংলাদেশকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দুই লাখ ডোজের বেশি করোনার টিকা দিচ্ছে মালদ্বীপ। কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে উপহারের এসব টিকা আগামী শুক্রবার ঢাকায় পৌঁছার কথা রয়েছে।
বুধবার রাতে মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে করোনার টিকা উপহারের এ তথ্য জানানো হয়েছে।
ফেসবুক পোস্টে বলা হয়েছে- মালদ্বীপ শুভেচ্ছার নিদর্শন হিসেবে বাংলাদেশকে দুই লাখ ১ হাজার ৬০০ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনার টিকা উপহার দিচ্ছে।
এ উপলক্ষে বুধবার মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রী আহমেদ নাসিম ও মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি সই হয়েছে।
মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপহার দেওয়া এসব টিকা আগামী শুক্রবার কাতার এয়ারওয়েজের ফ্লাইটে দোহা হয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।