মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ এনে চার যুবককে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। এই চারজনকে বিমানবন্দর থানায় সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাদের চারদিনের রিমান্ডে পাঠায় আদালত। মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে এ চারজন হলেন নজরুল ইসলাম সোহাগ, মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম, জাহেদ আহমেদ এবং মাহফুজ।
মঙ্গলবার (৮ জুলাই) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক এস এম বখতিয়ার খালেদ এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলাটির তদন্তকারী কর্মকর্তা এন্টি টেরোরিজম ইউনিটের ইন্সপেক্টর কে এম তারিকুল ইসলাম।
আসামিদের পক্ষে আইনজীবী মো. এমদাদুল হক তাদের রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন।
শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বুধবার: বাণিজ্য উপদেষ্টা
উভয়পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ৪ জুলাই জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো আসামিদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।