মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালয়েশিয়া আগমনকে ঘিরে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে কুয়ালালামপুর। শনিবার (২৫ অক্টোবর) রাতে যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে এক মোটরসাইকেল র্যালিতে অংশ নেওয়া প্রায় ৫০ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
সন্ধ্যার পর প্রায় ১০টার দিকে বিক্ষোভকারীরা মোটরসাইকেলে করে যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে দিয়ে মিছিল করেন। তাদের মধ্যে অনেকে ফিলিস্তিনের পতাকা বহন করছিলেন এবং যুক্তরাষ্ট্রের ইসরায়েলপন্থি নীতির বিরোধিতা করে স্লোগান দিচ্ছিলেন— “মালয়েশিয়া জাগো, ট্রাম্পকে তাড়াও।”
পুলিশ মার্কিন দূতাবাস থেকে প্রায় ১০০ মিটার দূরে একটি চেকপয়েন্টে তাদের আটকে দেয়। পরে জালান তুন রাজাক পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় এবং অংশগ্রহণকারীদের মোটরসাইকেলগুলো জব্দ করা হয়।
এর আগের দিনও প্রায় ৭০০ জন ট্রাম্পবিরোধী বিক্ষোভকারী মার্কিন দূতাবাসের বাইরে জড়ো হয়ে ‘ডোনাল্ড ট্রাম্পকে প্রত্যাখ্যান করো’ ও “Go Home Trump” লেখা প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন। পুরো এলাকা জুড়ে ফেডারেল রিজার্ভ ইউনিটসহ বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছিল।
এদিকে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানান, দেশটি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ফিলিস্তিন ও গাজায় চলমান সহিংসতা নিয়ে উদ্বেগ জানানো অব্যাহত রাখবে। তিনি এর আগে ২৭ সেপ্টেম্বর ট্রাম্পকে ৪৭তম আসিয়ান সম্মেলনে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্তের পক্ষে অবস্থান নেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



