জুমবাংলা ডেস্ক : মালয়েশিয়া ডাটা সেন্টার ও ক্লাউড রিজিওন (অঞ্চল) স্থাপনে দুই বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে তথ্যপ্রযুক্তি জায়ান্ট গুগল। গত বৃহস্পতিবার গুগলের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। ফলে বিলিয়ন বিলিয়ন ডলারের বিশাল চাকরির সুযোগ সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে মালয়েশিয়ায়।
গুগল মালয়েশিয়ার কান্ট্রি ডিরেক্টর ফারহান এস কুরেশির এক পোস্টের উদ্ধৃতি দিয়ে স্থানীয় অনলাইন পোর্টাল দি ষ্টার অনলাইন জানিয়েছে, এই বিনিয়োগ শুধু অবকাঠামো বিষয়েই নয়, এটি ব্যবসা, শিক্ষাক্ষেত্র ছাড়াও প্রত্যেক মালয়েশিয়ানের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলবে। এদিকে মালয়েশিয়া সরকার বলেছে, গুগলের এই নগদ অর্থ মালয়েশিয়ার স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং অর্থসহ বিভিন্ন সেক্টরে প্রায় সাড়ে ২৬ হাজারের বেশি চাকরি তৈরি করবে।
নিউজ জায়ান্ট ব্লমবার্গ জানিয়েছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, মালয়েশিয়ায় গুগলের প্রথম ডেটা সেন্টার এবং ক্লাউড অঞ্চলের (রিজিওন) উন্নয়ন সম্পর্কিত বিনিয়োগ প্রমাণ করে যে, দেশের অর্থনৈতিক শক্তি এবং কর্মসংস্থানে সরকারের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। নতুন বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় দেশ হয়েছে মালয়েশিয়া।
গুগলের বিশাল এই বিনিয়োগের ঘোষণা এমন এক সময় করেছে, যখন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সেমিকন্ডাক্টর শিল্পের জন্য কমপক্ষে ১০৭ বিলিয়ন ডলার বিনিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। এর কয়েক সপ্তাহ আগে গুগলের প্রতিদ্বন্দ্বী মাইক্রোসফট মালয়েশিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ক্লাউড কম্পিউটিংয়ে ২.২ বিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছে।
এদিকে ইউএস টেক জায়ান্টরা দক্ষিণ-পূর্ব এশিয়ায় তাদের বিনিয়োগ বাড়াচ্ছে, যখন ৬৭০ মিলিয়ন তরুণ কম্পিউটার-শিক্ষিত লোকের জনসংখ্যা এবং দ্রুততম বর্ধনশীল আঞ্চলিক অর্থনীতিগুলির মধ্যে একটি এবং গ্লোবাল কনসালটিং ফার্ম কিয়ারনি অনুমান করেছে যে ২০৩০ সাল নাগাদ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দক্ষিণ-পূর্ব এশিয়ার মোট দেশজ উৎপাদনে প্রায় ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের অবদান রাখতে পারে।
এছাড়া মালয়েশিয়া সরকার সেমিকন্ডাক্টর শিল্পে চিপ তৈরির হাব করার জন্য নতুন জাতীয় সেমিকন্ডাক্টর কৌশলপত্র গ্রহণ করেছে। এই কৌশলপত্রের আওতায় দীর্ঘমেয়াদে মোট ৫.৩ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করবে। এজন্য মালয়েশিয়া ৬০ হাজার স্থানীয় সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করেছে, যা সেমিকন্ডাক্টর চিপ শিল্প প্রতিষ্ঠায় সহায়তা করবে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গত ২৮ মে অনুষ্ঠিত সম্মেলনে এ সম্পর্কিত কৌশলপত্র ঘোষণা করেছেন।
মদ্যকথা, বিনিয়োগের দুয়ার খুলে দিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আমলাতন্ত্র থেকে মুক্ত করে দেশে টেসলা এবং স্পেসএক্সকে বিনিয়োগের জন্য এলন মাস্ককে রাজিও করিয়েছেন বলে জানা গেছে।
সেক্ষেত্রে দক্ষ কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে দক্ষ বাংলাদেশি কর্মীদের নিয়োগে মুছতে পারে মালয়েশিয়ার শ্রম বাজারে অদক্ষ কর্মীর কলঙ্কের দাগ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।