Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: মালির সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম বোউবাকার কাইতা হালকা স্ট্রোকের চিকিৎসার পর বৃহস্পতিবার হাসপাতাল ত্যাগ করেছেন। সাম্প্রতিক এক সামরিক অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন। সংশ্লিষ্ট সূত্র একথা জানিয়েছেন। খবর এএফপি’র।
তারা জানান, কাইতা উন্নত চিকিৎসার জন্য এখন সংযুক্ত আরব আমিরাতে যেতে পারেন।
রাজধানী বামাকোতে বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রের সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘সবকিছু ভাল চলছে। তার স্বাস্থ্যগত বিভিন্ন পরীক্ষার রিপোর্ট ভালো।’
কাইতার অনুসারি দলের এক সদস্য এএফপি’কে বলেন, তিনি সন্ধ্যায় বাসায় ফিরেছেন।
তিনি আরো জানান, সংযুক্ত আরব আমিরাত তাকে নিতে একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে সম্মত হয়েছে।
উল্লেখ্য, গত ১৮ আগস্ট এক সামরিক অভ্যুত্থানে কাইতা ক্ষমতাচ্যুত হন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।