জুমবাংলা ডেস্ক: সাতক্ষীরা তালা উপজেলার নগরঘাটা ও ধানদিয়া ইউনিয়নের মোঃ আইয়ুব আলী বাণিজ্যিকভাবে মাল্টা চাষ করে সফল হয়েছেন। মাল্টা চাষের পাশাপাশি তিনি চায়না লেবু, উন্নত জাতের পেয়ারা ও কুল চাষ করছেন। মাল্টা চাষে তার সফলতা দেখে অনেক কৃষক মাল্টা চাষের প্রতি আগ্রহী হচ্ছেন।
জানা যায়, কৃষক আইয়ুব আলী তার ১৪ বিঘা জমিতে প্রায় ২৫০০ টি বারি-১ জাতের মাল্টা চাষ করছেন। তার গাছে মাল্টা ধরা শুরু করেছে। মাল্টা চাষের পাশাপাশি তিনি চায়না লেবু, পেয়ারা ও কুল চাষ করেন তিনি।
আইয়ুব আলী বলেন, মাল্টা চাষ করা অত্যন্ত সহজ ও ঝুঁকিমুক্ত। ঝড়-বৃষ্টিতে এই গাছ বেশি ক্ষতিগ্রস্ত হয়না। আমি চুয়াডাঙ্গা থেকে ৫০ টাকা করে ২৫০০ পিস চারা কিনে নিয়ে এসে আমার ১৪ বিঘা জমিতে রোপন করি। ফল পাওয়ার আগে পর্যন্ত প্রতিটি গাছে ২৫০০ টাকার মতো খরচ হবে। ফলন ভালো হলে কয়েকগুণ বেশি দামে মাল্টা বিক্রি করতে পারবো।
তিনি আরো বলেন, বিদেশি হলুদ রঙের মাল্টার চাহিদা বেশি থাকলেও বাজারে এখন দেশি সবুজ মাল্টার চাহিদাও দিন দিন বাড়ছে। দেশি মাল্টা রাসায়নিক মুক্ত হওয়ায় এর স্বাদ খুবই সুস্বাদু এবং পুষ্টিকর। স্থানীয় কয়েকজন জানান, এলাকায় অনেক মাল্টা বাগান রয়েছে। দিন দিন মাল্টা চাষ জনপ্রিয়তা পাচ্ছে। আগে বিদেশি হলুদ মাল্টার চাহিদা ছিল। এখন ধীরেধীরে দেশি সবুজ মাল্টার চাহিদা বাড়ছে। জেলায় মাল্টার চাহিদা পূরণের পর বিভিন্ন জেলায়ও সরবরাহ করা হচ্ছে। ফলে মাল্টা চাষে আগ্রহী হচ্ছেন চাষিরা।
উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন বলেন, এই এলাকার মাটি ও আবহাওয়া মাল্টা চাষের জন্য বেশ উপযোগী। আবহাওয়া অনুকূলে থাকলে ফলন ভালো হবে। দিন দিন দেশি সবুজ মাল্টার চাহিদা বাড়ছে। চাষিরাও মাল্টা চাষ করে লাভবান হচ্ছেন। কৃষি বিভাগ চাষিদের সব ধরনের পরামর্শ ও সহযোগীতা করছে।
দেশের গণ্ডি পেরিয়ে ইউরোপ-আমেরিকার বাজারে রূপবান শিম, ভাগ্যবদল হচ্ছে কৃষকদের
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।