স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচে অধিনায়কত্বের রেকর্ড গড়লেন মাহমুদুল্লাহ রিয়াদ। মঙ্গলবার (১৯ অক্টোবর) টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে ওমানের বিপক্ষে টস করতে নেমে টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্বের রেকর্ড গড়লেন মাহমুদুল্লাহ।
টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশকে ২৯টি ম্যাচে নেতৃত্ব দিলেন মাহমুদুল্লাহ। ২৮ ম্যাচে টাইগারদের নেতৃত্ব দিয়েছেন মাশরাফি। এতে নেতৃত্বের রেকর্ডে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে টপকে গেলেন মাহমুদুল্লাহ রিয়াদ।
মাশরাফির অধীনে ২৮ ম্যাচে নেতৃত্ব দিয়ে ১০টি জয়, হার ১৭টি ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। আগের ২৮ ম্যাচে মাহমুদুল্লাহর নেতৃত্বে জয় ১৩টি, হার ১৫টি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।