বিনোদন ডেস্ক : জনপ্রিয় থ্রিলার উপন্যাস মাসুদ রানা সিরিজের ‘ধ্বংস পাহাড়’ অবলম্বনে নির্মিত হবে ছবি। ছবিটিতে অভিনয়ের জন্য একে একে অনেক বিখ্যাত অভিনেতাকে চূড়ান্ত করা হচ্ছে। ক’দিন আগেই ‘ধ্বংস পাহাড়’ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন হলিউডের বিখ্যাত অভিনেতা মিকি রোর্ক। এবার শোনা গেলো আরও একজনের নাম। ছবিটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন রেসলার কালি।
‘ধ্বংস পাহাড়’ ছবি সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছে। ছবিতে কালি অভিনয় করবেন ইয়াকুব চরিত্রে।
রেসলার কালি রেসলিং দুনিয়ায় পরিচিত ‘দ্য গ্রেট কালি’ হিসেবে। বিশ্ব রেসলিংয়ে তিনি প্রবেশ করেন ২০০৬ সালে। ২০১৪ পর্যন্ত তিনি ‘ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট’-এর অধীনে রেসলিংয়ে অংশ নেন। ২০০৭ সালেই ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট-এর ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হন তিনি।
কালি’র আসল নাম দালিপ সিং রানা। তিনি মূলত ভারতীয়, জন্ম পাঞ্জাবে। ভারতের পেশাদার রেসলারদের মধ্যে তিনেই প্রথম যিনি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়েছেন। এই খ্যাতির পর কালি অভিনয় করেছেন বেশ কিছু হলিউড আর বলিউড ছবিতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।