দেড় মাসে মেক্সিকোতে ৬ সাংবাদিককে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোয় বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য ওক্সাকায় এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ নিয়ে চলতি বছরে উত্তর আমেরিকার দেশটিতে এ পর্যন্ত ছয় গণমাধ্যমকর্মী হত্যার শিকার হলেন। খবর রয়টার্স’র।

প্রতীকী ছবি

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিহত সাংবাদিকের নাম হেবার লোপেজ। তিনি নোটিসিয়াসওয়েব নামে একটি পোর্টাল চালাতেন। নিজের স্টুডিওতে রেকর্ডিংয়ের সময় লোপেজ আক্রমণের শিকার হন।

ওক্সাকার অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের তদন্ত চলছে।

স্থানীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, হেবার লোপেজ বন্দর শহর সালিনা ক্রুজে কাজ করতেন। ২০১৯ সালে তিনি হত্যার হুমকি পেয়েছিলেন। পেশায় স্বাধীন এ সাংবাদিক স্থানীয় সরকারের রাজনীতি ও দুর্নীতি নিয়ে নিয়মিত লেখালেখি করতেন।

মেক্সিকোয় কয়েক সপ্তাহ ধরে একের পর এক সংবাদকর্মীকে হত্যা করা হচ্ছে। গত জানুয়ারিতেই দেশটিতে তিন সাংবাদিক ও এক মিডিয়াকর্মী নিহত হয়েছেন। গত সপ্তাহে হত্যা করা হয়েছে আরেক সাবেক সাংবাদিককে।

গত মঙ্গলবার মার্কিন সিনেটর টিম কেইন ও মার্কো রুবিও মেক্সিকো সরকারের প্রতি সাংবাদিকদের সুরক্ষায় আরও বেশি কিছু করতে আহ্বান জানিয়েছেন। সমালোচকদের প্রতি মেক্সিকান প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদরের আক্রমণাত্মক মনোভাবেরও সমালোচনা করেছেন তারা।

মানবাধিকার সংগঠন আর্টিকেল ১৯’র মতে, বিশ্বের মধ্যে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক জায়গাগুলোর একটি মেক্সিকো। ২০০০ থেকে ২০২১ সালের মধ্যে দেশটিতে অন্তত ১৪৫ জন সাংবাদিক ও সংবাদকর্মীকে হত্যা করা হয়েছে।