জুমবাংলা ডেস্ক : শরীয়তপুরের ডামুড্যা উপজেলার মাস্ক না পরে বাজারে আসাকে কেন্দ্র করে করে সিড্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন আমিনের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
গতকাল সোমবার রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে। হামলায় সিড্যা ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আমীন, স্ত্রী মমতাজ বেগম, ছেলে রাব্বী আমীন ও ভাতিজা চৈতন আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে সিড্যা আমিন বাজারে কাইচকুড়ি গ্রামের গিয়াস উদ্দিন ঢালী কলা বিক্রির জন্য আসে। তখন তার মুখে মাস্ক না থাকায় সিড্যা ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আমীনের ছেলে রাব্বী আমিন মাস্ক কোথায় ও কেন পরে নাই জিজ্ঞাসা করেন। এতে গিয়াস উদ্দিন ঢালী বিভিন্ন ধরনের কথা বলেন এবং তার সঙ্গে তর্কে জড়িয়ে যান। পরে স্থানীয়দের সাহায্যে বিষয়টি মীমাংসা হয়।
ওই ঘটনার জেরে গতকাল রাতে সাড়ে ৮টার দিকে কাইচকুড়ি ২০ থেকে ২৫ জন দলবল নিয়ে প্রথমে রাব্বী আমীনের ওপর হামলা করা হয়। পরে আবার তারা চেয়ারম্যানের বাড়িতে গিয়ে চেয়ারম্যান ও তার স্ত্রীর ওপর হামলা এবং বাড়িতে ভাঙচুর ও লুটপাট করেন। এ সময় চারজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে সিড্যা ইউপি চেয়ারম্যান আলাউদ্দীন আমীন বলেন, ‘রাত সাড়ে ৮টার দিকে আমাকে কাইচকুড়ি থেকে একজন মোবাইলে কল করে বলে, “আমার ছেলে রাব্বিকে সরে যেতে। ওকে মারার জন্য কারা যেন আসছে”। এ নিয়ে রাব্বীকে কল দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি, রাব্বি দৌড়ে এসে দরজায় পড়ে যায়। পড়ে যাওয়া অবস্থায় কয়েকজন ওর পায়ের ওপর হকিস্টিক দিয়ে বাড়ি দিতে থাকে। আমি জোরে চিৎকার দিলে ওরা আমার ওপর হামলা করে। আমাকে বাঁচাতে আমার স্ত্রী এলে তার মাথায় ধারাল অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয়। এ সময় আমাদের বাড়ির কয়েকটি ঘরে ভাঙচুর ও লুটপাট করা হয়।’
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘সিড্যা ইউপি চেয়ারম্যান আলাউদ্দীনের আমীনের ওপর হামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা হলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



