Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানোর জন্য জারি করা স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে মাস্ক না পরায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চ্যান-ওচাকে ৬ হাজার বাত (১৯০ ডলার) জরিমানা করা হয়েছে। খবর রয়টার্স’র।
ব্যাংককের গভর্নর অশ্বিন কানমুয়াং নিজের অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছিলাম এই স্বাস্থ্যবিধির লঙ্ঘন।
সম্প্রতি থাই প্রধানমন্ত্রীর ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করা হয়েছিল। এতে দেখা গেছে তিনি একটি বৈঠকে রয়েছে মাস্ক ছাড়া। পরে অবশ্য ছবিটি মুছে ফেলা হয়।
ব্যাংককের গভর্নর জানান, প্রধানমন্ত্রী সিটি হলে এই বিধিনিষেধের বিষয়ে একটি তদন্তের নির্দেশ দেন। এই বিধিতে সবাইকে হলে অবস্থানের সময় মাস্ক করার কথা বলা হয়েছে। এরপরই প্রধানমন্ত্রীকে জরিমানা করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।