জুমবাংলা ডেস্ক : করোনা সংক্রমণ প্রতিরোধে মেহেরপুর গাংনী উপজেলায় মানুষের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত বাস্তবায়নে আবারও লাঠি হাতে মাঠে নেমেছেন গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম।
বৃহস্পতিবার সন্ধ্যায় ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বদরুল আলম ও পৌর কর্মচারীদের সাথে নিয়ে তিনি বাসস্ট্যান্ড এলাকায় চলাচল করা মানুষের মাস্ক পরতে বাধ্য করেছেন।
করোনা সংক্রমণের শুরুর দিকে তিনি লাঠি হাতে এই স্থানে দাঁড়িয়ে ঘর থেকে বিনা কারণে বের হওয়া মানুষের সচেতন করেছিলেন।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে গাংনী উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে ঘর থেকে বের হওয়া ও কর্ম ক্ষেত্রে শতভাগ মানুষের মাস্ক ব্যবহার নিশ্চিত করার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী বিকেলে মাঠে নামেন গাংনী পৌর মেয়র। মাস্ক ব্যবহার না করায় পথচারী ও যানবাহনে থাকা মানুষকে জেরা করা হয়। তাৎক্ষণিকভাবে মাস্ক কিনে তা মুখে পরতে বাধ্য করেন পৌর মেয়র আশরাফুল ইসলাম।
একইসাথে হ্যান্ড মাইক নিয়ে মানুষের মাঝে সচেতনতার বার্তা দেন ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও পৌর কৃষক লীগ সভাপতি বদরুল আলম।
আশরাফুল ইসলাম বলেন, মাস্ক বিহীন কেউ ঘর থেকে বের হয়ে পৌর এলাকায় প্রবেশ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গাংনী পৌর এলাকা করোনা সংক্রমণ মুক্ত রাখতে মাস্ক পরানো কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।