বিনোদন ডেস্ক: জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি ও নায়ক ইমন জুটি বেঁধে একটি ওয়েব ফিল্মে অভিনয় করার কথা ছিলো। যেটার নাম ‘কাগজের বউ’। চয়নিকা চৌধুরীর পরিচালনায় এর শুটিং শুরু হয়েছে শুক্রবার (১৭ ডিসেম্বর) থেকে। তবে ফিল্মটিতে অভিনয় করছেন না মাহি। কয়েকদিন আগেই তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সরে দাঁড়ান।
মাহির পরিবর্তে ‘কাগজের বউ’ হয়েছেন নায়িকা পরীমনি। খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা চয়নিকা নিজেই। শুটিং সেটে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি বিষয়টি প্রকাশ্যে এনেছেন।
চয়নিকা জানান, পরীমনি চিকিৎসার জন্য হাসপাতালে ছিলেন। সেখান থেকে সোজা শুটিং স্পটে হাজির হন। এজন্য নায়িকার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি। এই ফিল্মে ইমন ও পরীমনির সঙ্গে আরো থাকছেন ডি এ তায়েব।
শনিবার (১৮ ডিসেম্বর) সকালে নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষয়টি জানান দিয়েছেন চয়নিকা। তিনি বলেন, ‘শুটিংয়ের আগের দিন মাহি জানালেন তিনি অসুস্থ! শুটিং তারিখ পেছানোর জন্য অনুরোধ করলেন। কিন্তু আমি সব গুছিয়ে এনে আর পেছাতে চাইনি। সঠিক সময়েই কাজটা শুরু করেছি। তবে মনে মনে নায়িকা খুঁজছিলাম। খবরটি পরীমনি পায় হাসপাতালে শুয়ে। সেখান থেকে আজ (শনিবার) সকালে রিলিজ পেয়েই সোজা হাজির হয় আমার শুটিংস্পটে!’
এর আগে চয়নিকা চৌধুরী নির্মিত প্রথম সিনেমা ‘বিশ্বসুন্দরী’তে দেখা গেছে পরীমনিকে। সেখানে পরীর নায়ক ছিলেন সিয়াম। সিনেমাটি গত বছরের ডিসেম্বরে মুক্তি পেয়েছিলো।
‘কাগজের বউ’ সিনেমায় মুখ্য একটি চরিত্রে অভিনয় করছেন আবুল হায়াত। সামাজিক গল্পের এ সিনেমাটি দর্শকদের জন্য একটি বার্তা থাকবে বলেও জানান চয়নিকা চৌধুরী। এসজি প্রডাকশনে ব্যানারে এটি প্রযোজনা করছেন ডিএ তায়েব।
সিনেমাটি প্রসঙ্গে সরে যাওয়া প্রসঙ্গে স্ট্যাটাস দিয়েছিলেন মাহিয়া মাহি। লিখেছিলেন, ‘শারীরিক অসুস্থতার কারণে কাগজের বৌ হয়তো আমার করা হচ্ছে না। কিন্তু আমার পক্ষ থেকে কাগজের বৌয়ের জন্য অনেক অনেক দোয়া। সবাই আমার সুস্থতার জন্য দোয়া করবেন।’
প্রসঙ্গত, মাহিয়া মাহি ও ইমন জুটি বেঁধে ‘মাফিয়া’ নামের একটি ওয়েব সিরিজে কাজ করেছেন। তাদের মধ্যে ভালো সখ্যও ছিলো। তবে সম্প্রতি একটি ঘটনায় সেই সম্পর্কের অবনতি ঘটেছে বলে শোনা যায়।
সাবেক তথ্যপ্রতিমন্ত্রী মুরাদ হাসানের সঙ্গে মাহির একটি কলরেকর্ড ফাঁস হয়। সেই কলটি ছিলো মুরাদ ও ইমনের ফোনে। মাহি ওই সময়ে ইমনের পাশে থাকায় তিনিও আলাপে যুক্ত হন। তবে তাদের আলাপচারিতায় নেতিবাচক বিষয় থাকার কারণে দেশজুড়ে বিতর্কের ঝড় ওঠে। এ ঘটনায় মুরাদ হাসান মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।