জুমবাংলা ডেস্ক : নওগাঁর সাপাহারে এক বৃদ্ধা মায়ের অভিযোগে কুলাংগার সন্তান সিরাজুল ইসলাম কে আটক করে থানা পুলিশ। আবার মায়ের আকুতির প্রেক্ষিতেই ওই কুলাংগার সন্তানকে থানা থেকে মুক্ত করে নিয়ে যায় ওই বৃদ্ধা মা।
ঘটনাটি উপজেলার ময়নাকুড়ী গ্রামের মৃত: জাফর আলীর স্ত্রী বৃদ্ধা মাজেদা বিবি (৭০)।
জানা গেছে, দীর্ঘদিন ধরে বৃদ্ধা মার ২ সন্তান সিরাজুল ইসলাম ও খোস মোহাম্মাদ এর মধ্যে জমিজমা নিয়ে দ্বন্দ চলে আসছিল। এক পর্যায়ে কুলাংকার সন্তান সিরাজুল তার বৃদ্ধা মাকে বাড়ী থেকে বের করে দেয়।
বৃদ্ধা মা মাজেদা বিবি প্রথমে থানায় অভিযোগ করে এবং পরবর্তীতে নওগাঁ পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম এর নিকট যায়। বৃদ্ধা মায়ের আকুতির প্রেক্ষিতে বিষয়টি গুরুত্বের সাথে দেখার জন্য পুলিশ সুপার সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই কে বিষয়টি সমাধানের নির্দেশ প্রদান করে।
বৃহস্পতিবার বেলা ১১টায় সাপাহার থানা পুলিশ অভিযুক্ত সন্তান সিরাজুল কে আটক করে থানা নিয়ে আসে। কিন্তু মায়ের মন বলে কথা তিনি চায়না তার সন্তান জেল হাজতে থাকুক। বৃদ্ধা মা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে বলে “বাবারে” আমার সন্তানকে আমি ফেরত চাই। অবশেষে সাপাহার থানা পুলিশ মধ্যস্থতায় দিনভর আলোচনা করে বিষয়টি নিরসন করে বৃদ্ধা মার সন্তানকে তার কাছে ফিরিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই বলেন, বৃদ্ধা মার আকুতির প্রেক্ষিতে অভিযুক্ত সিরাজুল কে ছেড়ে দেওয়া হয়েছে। তবে পরবর্তীতে বৃদ্ধা মাকে কোন প্রকার নির্যাতন বা বাড়ি থেকে বের করে দিলে অভিযুক্ত সিরাজুলের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।