বিনোদন ডেস্ক : বাঙালি এবং দুর্গা পূজা যেন একে অপরের সঙ্গে অতপ্রোতভাবে জড়িত। সেই কথাই এবার সবার সামনে তুলে ধরলেন সাইফ আলি খান এবং সোহা আলি খান। পূজায় ‘হাউস অফ পতৌদি’-র বিজ্ঞাপনে এবার দেখা গেল সাইফ এবং সোহাকে।
যেখানে দুই ভাইবোনকে একসঙ্গে দুর্গা পূজায় অংশ নিতে দেখা যায়। বিজ্ঞাপনে দেখা যায়, সাইফ যখন লন্ডনে দুর্গা পূজা দেখছেন, সেই সময় কলকাতায় পূজার প্যান্ডেলে ঘুরে বেড়াচ্ছেন সোহা। এই বিজ্ঞাপনে ভাই-বোনকে একে অপরের সঙ্গে বাংলায় কথা বলতে শোনা যায়।
সাইফের মা শর্মিলা ঠাকুর বাড়ির মেয়ে। তাই বাঙালিয়ানা যাঁর শিকড়ে, তাঁর সন্তানরা যে বাংলা বলতে পারবেন এবং দুর্গা পূজায় অংশ নেবেন, ‘হাউস অফ পতৌদি’-র বিজ্ঞাপনে তা আরও একবার পরিষ্কার হয়ে যায়।
এদিকে স্ত্রী কারিনা কাপুর খানের জন্মদিন উপলক্ষে মুম্বাই ছেড়েছেন ‘সাইফিনা’। যদিও স্ত্রীর জন্মদিন উপলক্ষে তাঁরা কোথায় পাড়ি দিলেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।