বিনোদন ডেস্ক: মৃণাল সেন পরিচালিত ‘মৃগয়া’ ছবিতে অভিনয়ের মাধ্যম চলচ্চিত্রে পা রাখেন মিঠুন চক্রবর্তী। সে ছবিতে তার বিপরীতে অভিনয় করেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী মমতা শঙ্কর। সে ছবির পর নাকি তাদের বিয়েও ঠিক হয়েছিল। ছবি মুক্তির ৪৬ বছর পর ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে সে স্মৃতিচারণ করলেন মমতা শঙ্কর।
আনন্দবাজারের পক্ষ থেকে মমতাকে প্রশ্ন করা হয়, ‘মৃগয়ার সময় আপনাদের তো বিয়ের তারিখও ঠিক হয়ে গিয়েছিল’- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সে হয়েছিল।
এরপর কি হয়েছিল জানতে চাইলে গুণী এ অভিনেত্রী বলেন, ‘কী জানি, ওটা একটা অধ্যায় গিয়েছে জীবনে। সেটা হওয়াতে বোধ হয় আমি চন্দ্রোদয়কে (তার স্বামী চন্দ্রোদয়ঢ ঘোষ) আরও ভালোভাবে চিনেছি, বুঝেছি। আরও বেশি ভালোবাসতে পেরেছি। মানে, এটাই বোধ হয় ঈশ্বরের করা প্ল্যান। তাই এ দিকেও কোনো রকম তিক্ততা হয়নি।’
এ প্রসঙ্গে মমতা আরও বলেন, ‘সেই অধ্যায়টা বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু আমাদের বন্ধুত্বটা সুন্দরভাবে রয়ে গিয়েছে। আমরা (মিঠুন, মমতা ও চন্দ্রোদয়) খুব ভালো বন্ধু। এখন মনে হয় এটা হওয়ার ছিল এবং এইটাই হওয়ার ছিল।’
মিঠুনের সঙ্গে বিয়ে না হওয়া নিয়ে আক্ষেপ হয় কি না, এমন প্রশ্নের জবাবে জবাবে মমতা শঙ্কর বলেন, ‘ভালো হয়েছে বিয়ে না হয়ে। মিঠুন খুবই ভালো। কিন্তু আমার নাচ, আমার ছবি করা এগুলো বন্ধ হয়ে যেত। ও সেটা পছন্দ করত না। ওর হচ্ছে যে, তুই শিখছিস শেখ। কিন্তু বউ হলে বাড়িতে থাকবে। যোগীতার (মিঠুনের স্ত্রী) বেলায়ও যেটা হয়েছে। ওর জন্য যোগীতাই ঠিক ছিল। আমার জন্য চন্দ্রোদয় ঠিক।’
ফাইনালে আর্জেন্টিনা, মেসির অন্ধভক্ত হয়েও ৭দিন ব্রাজিলের জার্সি পরে থাকবেন পরীমনি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।