জুমবাংলা ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটির দক্ষ মিডওয়াইফ তৈরির উদ্যোগের পাশে দাঁড়িয়েছে দেশের বৃহত্তম গৃহঋণ প্রদানকারী প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি।
২০৩০ সালের মধ্যে নবজাতক ও প্রসূতিকালীন মাতৃমৃত্যুর হার হ্রাসে বাংলাদেশের অঙ্গীকার পূরণের লক্ষ্যে পর্যাপ্ত দক্ষ মিডওয়াইফ অপরিহার্য। ব্র্যাক ইউনিভার্সিটির জেমসপিগ্রান্ট স্কুল অফ পাবলিক হেলথ পরিচালিত ডেভেলপমেন্ট মিডওয়াইফারি প্রকল্পের (ডিএমপি) মাধ্যমে দক্ষ মিডওয়াইফ তৈরি করছে।
সম্প্রতি রাজধানীর আদাবরে এক অনুষ্ঠানে ডিবিএইচ ফাইন্যান্সের বাবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাসিমুল বাতেন ব্র্যাক ইউনিভার্সিটির ডেভেলপমেন্ট মিডওয়াইফারি প্রকল্পের পরিচালক ড. শারমিনা রহমানের হাতে সিএসআর তহবিল থেকে ৭ লাখ টাকার একটি চেক তুলে দেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির জেপিজিএসপিএইচএর উপদেষ্টা ড. আহমদ মোশতাক রাজা চৌধুরী ও ডিবিএইচ ফাইন্যান্সের কোম্পানিসচিব জসিম উদ্দিন।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel