পঞ্চম প্রজন্মের সর্বশেষ চিপসেট হিসেবে মিডিয়াটেক ডায়মেনসিটি ৯২০০ প্রসেসর মার্কেটে উন্মোচন করা হয়েছে। নেক্সট জেনারেশন স্মার্টফোনকে পাওয়ার প্রদান করার জন্য ব্যবহৃত হবে এ ফ্ল্যাগশিপ চিপসেট।
এটিই সর্ব প্রথম কোন মিডিয়াটেক চিপসেট যা হার্ডওয়্যার ভিত্তিক রে ট্রেসিং টেকনোলজি নিয়ে এসেছে। আইএসপি ও মডেম সহ নানা ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট ঘটানো হয়েছে। এ চিপসেটের সহায়তায় আপনি ২৪০ এফপিএস বজায় রেখে ফুল এইচডি ডিসপ্লে উপভোগ করতে পারবেন।
ডিভাইসের ক্যামেরা লেন্স ৩২০ মেগাপিক্সেল পর্যন্ত সাপোর্ট করবে। এমনকি স্মার্টফোনে ৩২ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা এর ফিচারও ব্যবহার করা যাবে। ৬০ এফপিএস বজায় রেখে 4K রেজুলেশন এর ভিডিও রেকর্ড করতে পারবেন।
মিডিয়াটেকের এ প্রসেসর ডিভাইসে ব্যবহার করা হলে আপনি ৮ গিগাবাইট পার সেকেন্ড পর্যন্ত ডাউনলোড স্পিড পেতে পারেন। আপনার আপলোড স্পিড হতে পারে ২.৫ গিগাবাইট পার সেকেন্ড পর্যন্ত। 5G ও 4G টেকনোলজির ডুয়েল সিম সাপোর্ট করবে।
ওয়াইফাই এর সপ্তম ভার্সন এবং ব্লুটুথ এর ৫.৩ ভার্সন ব্যবহার করা যাবে। মিডিয়াটেকের শক্তিশালী এ প্রসেসরটি হাই পারফমেন্স এবং পাওয়ার এফিসিয়েন্সি অফার করছে। এই চিপসেটটি শুধুমাত্র ৬৪ বিট অ্যাপ্লিকেশন সাপোর্ট করবে।
পারফরম্যান্স এ উন্নতি করার জন্যই ৬৪ বিট অপশনের ব্যবস্থা রাখা হয়েছে। এ চিপসেটে সিঙ্গেল কোর পারফরম্যান্স ১২ শতাংশ এবং মাল্টিকোর পারফরম্যান্স ১০ শতাংশ বৃদ্ধি পাবে।
এ প্রসেসরে ভেরিয়েবল রেট শেডিং, Vulkan 1.3 ও হাইপার গেমিং ৬.০ ফিচার সাপোর্ট করে। ৬০ হার্জ রেট বজায় রেখে 5G রেজুলেশন এর ডিসপ্লে উপভোগ করার সুযোগ রাখা হয়েছে এ চিপসেটে।
মিডিয়াটেক দাবি করছে যে, তাদের নতুন ফ্ল্যাগশিপ চিপসেট ৩২ শতাংশ পারফরম্যান্সে উন্নতি এবং ৪১ শতাংশ পাওয়ার এফিসিয়েন্সি অফার করবে। এখন পর্যন্ত রিলিজ করা মিডিয়াটেকের সবথেকে শক্তিশালী প্রসেসর হতে যাচ্ছে ডাইমেনসিটি ৯২০০।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।