মিয়ানমারে পাথরের খনি ধসে প্রাণ গেল ৩২ জনের

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে উত্তরাঞ্চলীয় কাচিন রাজ্যে জেড পাথরের একটি খনি ধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চীনা বার্তাসংস্থা সিনহুয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৩ জানুয়ারি) রাজ্যের হপাকান্ত শহরের জেড খনি এলাকায় একটি কাদা ধসে এই হতাহতের ঘটনা ঘটে। কাদা ধসের ফলে সা পাউট গ্রামের ৩ নম্বর ওয়ার্ড কাদায় ডুবে যায়। প্রায় ৫০টি বাড়িঘর কাদার নিচে চাপা পড়ে এবং এতে ৩২ জনের মৃত্যু হয়।

স্থানীয় কর্মকর্তা জানিয়েছে, তিন দিনের অনুসন্ধান প্রচেষ্টার পর মোট ৩১টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনার প্রথম দিনে আহত এক ব্যক্তি হাসপাতালে মারা গেছেন।

বর্তমানে চাপাপড়া ঘরগুলোর চারপাশের কাদা পরিষ্কার করা হচ্ছে এবং কাদাধসের কারণে বন্ধ রাস্তাগুলো পুনরায় খুলে দেওয়া হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

তিনি আরও জানান, এখনো কিছু মানুষ নিখোঁজ রয়েছেন কিন্তু অনুসন্ধান অভিযান স্থগিত করা হয়েছে।

এর আগে ২০২৩ সালের আগস্ট মাসে হপাকান্ত টাউনশিপেই অন্য একটি খনিতে এমন ভয়াবহ ধসের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় অন্তত ২৫ জনের মৃত্যু হয়।

বাজারে পর্যাপ্ত সবজি থাকলেও মুখে হাসি নেই কৃষকের