স্পোর্টস ডেস্ক: আগামীকাল আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। ইনজুরির কারণে এই টেস্ট থেকে ছিটকে গেলেন তারকা পেসার তাসকিন আহমেদ।
আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সময় চোটে পড়েন তাসকিন। এ কারণে টেস্ট ম্যাচ সামনে রেখে তাকে অনুশীলনেও দেখা যায়নি। দারুণ ছন্দে থাকা এই পেসারের ইনজুরি দলের জন্য খারাপ খবরই বটে।
বিসিবি সূত্র জানিয়েছে, সুস্থ হতে তাসকিনের কমপক্ষে দুই সপ্তাহ সময় লাগবে। তিনি সাইড স্ট্রেইনের চোটে ভুগছেন।
আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তাসকিন। ৩ ম্যাচে তার শিকার ৮ উইকেট, ইকনোমি রেট ৭.১০। ওয়ানডে সিরিজেও তাসকিন ছিলেন দারুণ ছন্দে। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ২ ইনিংসে বল করে ৫ উইকেট শিকার করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।