স্পোর্টস ডেস্ক : তিন উইকেট হারিয়ে দল যখন চাপে, তখন চারিথ আসালাঙ্কাকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন অধিনায়ক কুশল মেন্ডিস। তবে ইনিংস বড় করতে পারেনি আসালাঙ্কা। ৩৭ বলে ১৮ রান করে ২৬তম মিরাজের বলে বোল্ড আউট হন তিনি। এতে দলীয় ১২৮ রানে ৪ উইকেট হারায় লঙ্কানরা।
নিজের ব্যক্তিগত প্রথম ওভারে বেশ এলোমেলো ছিলেন তাসকিন। কিন্তু পরের ওভারে আক্রমণে এসেই ভেলকি দেখালেন। এই পেসার থেকে কোনো সুযোগই পাননি আভিস্কা ফার্নান্ডো। এই ওপেনারকে চাপে রেখে ইনিংসের প্রথম মেডেন তুলে নিয়েছেন টাইগার স্পিডস্টার। তবে মাঝের ওভারে চাপে জিইয়ে রাখতে পারেননি শরিফুল।
লিয়ানাগে এবং মেন্ডিস জুটি বড় সংগ্রহের দিকে এগিয়ে যেতে থাকে শ্রীলঙ্কা। ৩৭তম ওভারে মেন্ডিসকে ফিরিয়ে টাইগারদের খেলায় ফেরান পেসার তাসকিন আহমেদ। ৭৫ বলে ৫৯ রানের ইনিংস খেলেন মেন্ডিস।
দলের বাকিরা যখন ইনিংস লম্বা করতে ব্যর্থ হচ্ছে, তখন এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন কুশল মেন্ডিস। ৬৭ বলে নিজের ফিফটি তুলে নেন এই লঙ্কান অধিনায়ক। তাকে যোগ্য সঙ্গ দেন জানিথ লিয়ানাগে।
বর্তমান রান রেট 5.27•শেষ ৫ ওভার 22/1 (4.40)•শেষ ১০ ওভার 52/2 (5.11) *225/7 (42.5)
চোট কাটিয়ে লঙ্কান স্কোয়াডে ফিরেছেন পাতুম নিশাঙ্কা, লাহিরু কুমারা। দুজনই আছেন প্রথম ওয়ানডের সেরা একাদশে।
শ্রীলঙ্কা একাদশ : আভিস্কা ফার্নান্ডো, পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিত আসালাঙ্কা (সহ-অধিনায়ক), জানিত লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহীশ তিকশানা, দিলশান মাদুশঙ্কা, প্রমোদ মাদুশান ও লাহিরু কুমারা।
বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ ও তানজিম হাসান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।