
জুমবাংলা ডেস্ক : ঢাকা দুই সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি’র ভরাডুবি সম্পর্কে জানতে ও আলোচনা করতে কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে নির্বাচনের দিন মাঠে কি পরিস্থিতি দেখেছেন তারও বিস্তারিত তুলে ধরবেন তারা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে।
গত ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র নির্বাচনে আওয়ামী লীগের কাছে হেরে যায় বিএনপি। নির্বাচনের দিন বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, কেন্দ্রের ভেতরে এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি। কোথাও ভয় দেখিয়ে বের করে দেওয়া হয়েছে বিএনপি’র এজেন্টদের। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে এমন অভিযোগ একেবারেই নাকচ করে দেওয়া হয়েছে।
অনেকদিন পর নির্বাচনে শেষ পর্যন্ত মাঠে ছিলেন বিএনপি’র প্রার্থীরা। এমনকি নির্বাচনের প্রচারণার সময় ভোটারদের উচ্ছাসও দেখা গেছে। কিন্তু এরপরও নির্বাচনে কেন ভরাডুবি সেসব নিয়ে বিস্তারিত জানতেই এই বৈঠকের আয়োজন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।