Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের সোহাগ শহরের উত্তরে দুটি ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ৩২ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬০ জন। আজ শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। খবর আল জাজিরা’র।
দেশটির স্বাস্থ্য মন্ত্রীর বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ঘটনাস্থলে ৩৬টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে কী কারণে সংঘর্ষ হয়েছে তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় কর্তৃপক্ষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।