আন্তর্জাতিক ডেস্ক: আর্থিক দুরবস্থা থেকে রক্ষা পেতে বিদ্যুতের ব্যবহার কমানোর পাশাপাশি বিভিন্ন উদ্যোগ নিয়েছে মিশর। চলতি সপ্তাহ থেকে রাস্তা, চত্বর ও দোকানপাটে রাত ১১টার পর বন্ধ রাখা হচ্ছে সবধরনের লাইট। নাগরিকদের অনেকেই এসির তাপমাত্রা ২০ এর নীচে রাখতে চান। কিন্তু নতুন নিয়মে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস রাখতে বলা হয়েছে।
বিদ্যুতের ব্যবহার কমানোর মাধ্যমে গ্যাস বাঁচিয়ে সেই গ্যাস বেশি দামে বিক্রি করে বৈদেশিক মুদ্রা আয় করতে চাইছে দেশটির সরকার।
বিদ্যুতের ব্যবহার ১৫ শতাংশ কমানো সম্ভব হলে বিদ্যুৎ উৎপাদনে কম গ্যাস ব্যবহৃত হবে। সেক্ষেত্রে বাড়তি গ্যাস বিক্রি করে বৈদেশিক মুদ্রা আয় করা যাবে। কারণ বিশ্ববাজারে এখন গ্যাসের দাম অনেক।
সিদ্ধান্ত পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হলে দিনে সর্বোচ্চ ১৭৪ মিলিয়ন ঘনমিটার গ্যাস বাঁচানো সম্ভব বলে আশা করা হচ্ছে- যা মিশরের গ্যাস রপ্তানি সক্ষমতার প্রায় এক-তৃতীয়াংশ।
নাগরিকরা সরকারের সিদ্ধান্তগুলো মানছেন কিনা সেটি কীভাবে নজরে রাখা সম্ভব সে বিষয়ে নিশ্চিত নন কায়রোর একটি খেলনা দোকানের মালিক আবদেল রউফ। ‘কারণ করোনার নিয়মও শক্তভাবে বাস্তবায়ন করতে দেখা যায়নি,’ বলেন তিনি।
মিশরের জনসংখ্যা প্রায় দশ কোটি ২০ লাখ। এর মধ্যে প্রায় সাত কোটি মানুষ সরকারের খাদ্য ভর্তুকি কর্মসূচির উপর নির্ভরশীল। প্রায় তিন কোটি মানুষ দরিদ্রসীমার নীচে বাস করেন। এত সংখ্যক মানুষের খাবারে ভর্তুকি দিতে সরকারের অনেক অর্থের প্রয়োজন। তাই অর্থ আয়ের বিভিন্ন পথ খোঁজা হচ্ছ। এদিকে, করোনা, ইউক্রেন যুদ্ধসহ নানা কারণে অনেক খাবারের দাম দ্বিগুন হয়ে গেছে।
ইউক্রেন যুদ্ধ শুরুর পর কেন্দ্রীয় ব্যাংক মিশরীয় মু্দ্রার মান ১৪ শতাংশ কমিয়েছিল। আবারও এমন সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে জানিয়েছে ব্লুমবার্গ।
আর্থিক খাতে অনেকখানি সংস্কার ও আরও বিদেশি বিনিয়োগ ছাড়া মিশরকে আর সহায়তা করতে রাজি নয় বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল।-ডয়চে ভেলে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।